Shubman Gill: গুরু গম্ভীরের পরমার্শ মেনেই পাঞ্জাবের হয়ে রঞ্জি ট্রফিতে খেলতে নামছেন শুভমন গিল
Ranji Trophy: ২০২২ সালে শেষবার পাঞ্জাবের হয়ে রঞ্জি ট্রফির ম্যাচ খেলতে নেমেছিলেন শুভমন গিল।
নয়াদিল্লি: বর্ডার-গাওস্কর ট্রফিতে ভারতীয় দলের ব্যর্থতার মাঝেই কোচ গৌতম গম্ভীর জানিয়েছিলেন তিনি চান যাতে সকল ক্রিকেটারই ঘরোয়া ক্রিকেটের ম্যাচে অংশগ্রহণ করে। সেইমতো গুরু গম্ভীরের নির্দেশ মেনেই এবার রঞ্জি ট্রফি (Ranji Trophy) খেলতে নামছেন শুভমন গিল (Shubman Gill)।
২৩ জানুয়ারি থেকে চিন্নাস্বামী স্টেডিয়ামে কর্ণাটকের বিরুদ্ধে ম্য়াচ দিয়ে রঞ্জি ট্রফির দ্বিতীয় লেগ শুরু করবে পাঞ্জাব। গিল ইতিমধ্যেই সেই ম্যাচে খেলার কথা পাঞ্জাব সংস্থাকে জানিয়ে দিয়েছেন। বর্ডার-গাওস্কর ট্রফিতে ভারতীয় ব্যাটিং লাইন আপ চূড়ান্ত হতাশা করেন। শুভমন গিলের পারফরম্যান্সও ছিল অত্যন্ত হতাশাজনক। মাত্র ১৮.৬০ গড়ে ৯৩ রান করেছিলেন গিল। সর্বোচ্চ স্কোর ৩১। একাধিক ইনিংসে শুরুটা ভাল করেও ইনিংস এগিয়ে নিয়ে যেতে ব্যর্থ হয়েছেন তিনি।
এশিয়ার বাইরে অস্ট্রেলিয়ায় শুরুটা ভাল করলেও দিন যত এগিয়েছে গিলের পারফরম্যান্স ততই পড়েছে। ২০২১ সালের পর থেকে গিল এশিয়ার বাইরে মাত্র ১৭.৬৪ গড়ে ৩০০ রান করেছেন। ৩৬ রান তাঁর সর্বোচ্চ সংগ্রহ। যেহেতু ভারতীয় দলের পরবর্তী টেস্ট সিরিজ় ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁদেরই ঘরের মাটিতে, তাই নিঃসন্দেহে গিলের সামনে নিজের সমালোচকদের ভুল প্রমাণ করার বড় চ্যালেঞ্জ অপেক্ষা করে রয়েছে। তার আগে নিজের ভুলত্রুটি শুধরে ছন্দ ফিরে পেতে সেই রঞ্জি ট্রফিতেই নামছেন ভারতের তরুণ টপ অর্ডার ব্যাটার। ২০২২ সালে শেষবার রঞ্জিতে খেলেছিলেন তিনি। তিন বছর পর আবারও পাঞ্জাবের জার্সিতে লাল বলের ঘরোয়া ক্রিকেট খেলতে দেখা যাবে ভারতীয় দলের তারকা ক্রিকেটারকে।
প্রসঙ্গত, গিলের মতোই বর্ডার-গাওস্কর ট্রফিতে হতাশ করেছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাও। সামনেই ঘরের মাঠে সীমিত ওভারের ইংল্যান্ড সিরিজ়। তারপরেই ভারতীয় দলের পরবর্তী বড় অ্যাসাইনমেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফি। ১৯ ফেব্রুয়ারি থেকে সেই টুর্নামেন্ট শুরু হতে চলেছে। তবে রোহিতের একদমই ফর্ম নেই। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিডনি টেস্টের একাদশ থেকে নিজেই তিনি নিজেকে সরিয়ে নিয়েছিলেন বলে জানিয়েছিলেন রোহিত।
এমন পরিস্থিতিতে ফর্মে ফেরার লক্ষ্যে, চ্যাম্পিয়ন্স ট্রফির কথা মাথায় রেখে ইতিমধ্যেই রোহিত মুম্বইয়ের এমসিএ-বিকেসি মাঠে নিজের অনুশীলন শুরু করে দিয়েছেন। মঙ্গলবার তাঁর মুম্বইয়ের রঞ্জি ট্রফির অনুশীলনেও নামার কথা ছিল। তেমনই হলও। রোহিত নিজেই মুম্বইয়ের টিম ম্য়ানেজমেন্টকে জানিয়েছিলেন তিনি দলের অনুশীলনে যোগ দেবেন। রেকর্ড রঞ্জি চ্যাম্পিয়ন নিজেদের পরের ম্যাচে ঘরের মাঠেই জম্মু ও কাশ্মীরের মুখোমুখি হবে। সেই ম্যাচের জন্য মঙ্গলবার থেকে অনুশীলন করবেন অজিঙ্ক রাহানেরা। মাঝ পিচে হবে অনুশীলন। সেখানেই রোহিতও যোগ দিয়েছেন। তবে মুম্বইয়ের হয়ে ম্যাচ খেলার বিষয়ে এখনও কোনও নিশ্চয়তা দেননি তিনি।
আরও পড়ুন: হাঁটু মুড়ে চড়লেন সিঁড়ি, দুরন্ত বর্ডার-গাওস্কর ট্রফির পর তিরুপতি মন্দিরে ছুটলেন নীতীশ কুমার রেড্ডি