আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
এক্সপ্লোর
Advertisement
India vs Bangladesh: বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ সিরিজে নেই গিল? বোর্ডের সঙ্গে ঝামেলা মিটিয়ে দলে ফিরবেন এই তরুণ?
Shubman Gill: সামনেই বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ। দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলার পর শাকিব আল হাসানদের বিরুদ্ধে তিনটি টি-২০ ম্য়াচও খেলবে ভারত।
মুম্বই: ভারতীয় ক্রিকেটের ভবিষ্যতের সুপারস্টার বলা হচ্ছে তাঁকে। তিনি, শুভমন গিল (Shubman Gill)। গত কয়েক মাস ধরে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। ব্যাট হাতে প্রত্যাশা পূরণ করতে পারছেন না। জিম্বাবোয়ের বিরুদ্ধে টি-২০ সিরিজ জিতিয়েছিলেন। তবে শ্রীলঙ্কার বিরুদ্ধে ব্যাট হাতে রান পাননি।
দলীপ ট্রফিতেও (Duleep Trophy) ছন্দে ফেরার সুযোগ পেয়েছিলেন। কিন্তু কাজে লাগাতে পারেননি শুভমন। ইন্ডিয়া বি-র বিরুদ্ধে ইন্ডিয়া এ-র স্বল্প রানে অল আউট হয়ে যাওয়ার নেপথ্যেও শুভমনের সমালোচনা হয়েছে। পরপর দুই ইনিংসেই শুভমনকে ফেরান পেসার নভদীপ সাইনি। দিল্লির পেসারের বিরুদ্ধে শুভমনের ব্যাটিংয়ের দুর্বলতা প্রকট হয়ে যায়।
সামনেই বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ। দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলার পর শাকিব আল হাসানদের বিরুদ্ধে তিনটি টি-২০ ম্য়াচও খেলবে ভারত। সেই সিরিজে কি বিশ্রাম দেওয়া হতে পারে শুভমনকে? সেই সম্ভাবনা জোরাল। আলোচনা শুরু হয়ে গিয়েছে শুভমনের পরিবর্ত হিসাবে কে বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ সিরিজে সুযোগ পাবেন, তা নিয়েও।
দুই ম্যাচের টেস্ট সিরিজের পরই বাংলাদেশের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে ভারত। কেন সেই সিরিজে ভাবা হচ্ছে না শুভমনের নাম? ভারতীয় ক্রিকেট বোর্ড সূত্রে খবর, টানা খেলার ধকল থেকে বাঁচাতেই শুভমন সহ একাধিক ক্রিকেটারকে টি-২০ সিরিজে বিশ্রাম দেওয়া হতে পারে।
ভবিষ্যতের ওয়ার্কলোড ম্যানেজমেন্টের লক্ষ্য হিসেবে শাকিবদের বিরুদ্ধে টি-২০ সিরিজে শুভমন গিল সহ টিম ইন্ডিয়ার বেশ কয়েকজনকে বিশ্রাম দেওয়া হবে বলে খবর। সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজের পরই টি-২০ সিরিজের দল থেকে শুভমন, মহম্মদ সিরাজ, যশপ্রীত বুমরাদের বিশ্রাম দেওয়া হতে পারে। বাংলাদেশ সিরিজের পরই ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ রয়েছে ভারতের। সেই সিরিজের জন্য শুভমন, বুমরাদের তরতাজা রাখার জন্যই বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ সিরিজে তাঁদের বিশ্রাম দেওয়ার কথা ভাবা হচ্ছে।
কে হতে পারেন শুভমনের বিকল্প? শোনা যাচ্ছে, রুতুরাজ গায়কোয়াড় ও ঈশান কিষাণের মধ্যে একজনকে সুযোগ দেওয়া হতে পারে। দলীপ ট্রফিরে দুরন্ত সেঞ্চুরি করে ফের নির্বাচকদের নজরে এসেছেন ঈশান। বাংলাদেশের বিরুদ্ধেও পেতে পারেন সুযোগ।
আরও পড়ুন: মাত্র ১ মাসেই ছাঁটাই সচিন-সৌরভদের সতীর্থ! কেন এত বড় সিদ্ধান্ত?
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
খবর
Advertisement