Sourav Ganguly: সৌরভকে নিয়ে দড়ি টানাটানি দুই প্রধানের, মোহনবাগানের পর বিশেষ সম্মান দিচ্ছে ইস্টবেঙ্গলও
East Bengal: ইস্টবেঙ্গল ক্লাব থেকে ঘোষণা করা হল, এ বছর ক্লাবের ভারত গৌরব স্বীকৃতি দেওয়া হবে সৌরভকেই। সব মিলিয়ে এক দিনে জোড়া পালক সৌরভের মুকুটে।
সৌমিত্র কুমার রায়, কলকাতা: সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly) নিয়ে রীতিমতো দড়ি টানাটানি পড়ে গেল কলকাতার দুই প্রধানের মধ্যে।
বৃহস্পতিবার দুপুরে এগজিকিউটিভ কমিটির বৈঠকের পর মোহনবাগান ক্লাব (Mohun Bagan) থেকে ঘোষণা করা হয় যে, এ বছরের মোহনবাগান রত্ন পাচ্ছেন সৌরভ। তার ঘণ্টাখানেকের মধ্যে ইস্টবেঙ্গল ক্লাব (East Bengal) থেকে ঘোষণা করা হল, এ বছর ক্লাবের ভারত গৌরব স্বীকৃতি দেওয়া হবে সৌরভকেই। সব মিলিয়ে এক দিনে জোড়া পালক সৌরভের মুকুটে।
মোহনবাগান এর পর এবার ইস্টবেঙ্গল। আগামী ১লা অগাস্ট ইস্টবেঙ্গলের তরফে ভারত গৌরব সম্মান পাচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেদিনই পালিত হবে ইস্টবেঙ্গল দিবস।
এ বছরের মোহনবাগান রত্নও হচ্ছেন সৌরভ। আগামী ২৯ জুলাই মোহনবাগান দিবসে (Mohun Bagan Day) মোহনবাগান রত্ন (Mohun Bagan Ratna) সম্মানে ভূষিত করা হবে সৌরভকে। বৃহস্পতিবার মোহনবাগানের এগজিকিউটিভ কমিটির বৈঠক ছিল। সেখানেই এই সিদ্ধান্ত হয়।
বৃহস্পতিবার লাল-হলুদ শিবির থেকেও জানিয়ে দেওয়া হল যে, এবছর ভারত গৌরব সম্মান দেওয়া হবে জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ককে। বাংলার ক্রীড়াজগতে যিনি সর্বকালের অন্যতম সেরা আইকন।
সৌরভ আপাতত রয়েছেন বিদেশে। লন্ডনে ছুটি কাটাচ্ছেন তিনি। স্ত্রী ও মেয়ের সঙ্গে। মেয়ে সানা আপাতত লন্ডনেই কর্মরত।
View this post on Instagram
সৌরভ বরাবরই ফুটবলপ্রেমী। একটা সময় সেন্ট জেভিয়ার্স দলকে নেতৃত্ব দিতেন। একাধিক সাক্ষাৎকারে বেহালার বাঁহাতি কিংবদন্তি জানিয়েছেন যে, ক্রিকেটার নয়, ছোটবেলা তিনি স্বপ্ন দেখতেন বড় হয়ে ফুটবলকে পেশা করবেন। ক্রিকেটার হওয়ার পরেও কমেনি তাঁর ফুটবল প্রেম। দিয়েগো মারাদোনার ভক্ত সৌরভ। ভাল লাগে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকেও। রোনাল্ডোর জন্যই ইউরো কাপে পর্তুগালকে সমর্থন করছেন, কলকাতায় একটি অনুষ্ঠানে জানিয়েছিলেন সৌরভ।
আরও পড়ুন: মায়ের গয়না বন্ধক রেখে আন্তর্জাতিক মঞ্চে ৩ পদক! অর্থাভাবে সোনার মেয়ের শ্রীলঙ্কা সফর অনিশ্চিত
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।