Sports Highlights: লড়ছে বাংলা, মহিলা আইপিএলে দল নির্বাচন, আজকের খেলার সেরা খবরগুলো এক নজরে
Todays Sports Highlights: আজকের সেরা খেলার খবরগুলোর এক ঝলক
![Sports Highlights: লড়ছে বাংলা, মহিলা আইপিএলে দল নির্বাচন, আজকের খেলার সেরা খবরগুলো এক নজরে sports highlights know latest updates of teams players matches and other highlights 25th january Sports Highlights: লড়ছে বাংলা, মহিলা আইপিএলে দল নির্বাচন, আজকের খেলার সেরা খবরগুলো এক নজরে](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/26/dc3b5972928b668a27ad1727b416f5931674674630032206_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: আজকের সেরা খেলার খবরগুলোর এক ঝলক -
রাহুলকে উপহার বিরাট, ধোনির
জাতীয় দলের বিরাটের সঙ্গে রাহুলের সখ্য সবার জানা। ২ জনে মাঠে অনেক বড় পার্টনারশিপও গড়েছেন। এবার ভারতীয় ক্রিকেট দলের সহ অধিনায়কের বিয়েতে তাঁকে ২ কোটি ১৭ লক্ষ টাকার বিএমডব্লুউ গাড়ি উপহার দিলেন প্রাক্তন অধিনায়ক। বিরাট শুধু একাই নন। মহেন্দ্র সিংহ ধোনি রাহুলকে ৮০ লক্ষ টাকার কাওয়াসাকি নিনজা বাইক। এছাড়াও আরও অনেকেই দামি দামি অনেক উপহার দিয়েছেন নবদম্পতিকে।
রুতুরাজের চোট?
কারণ, নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে যেতে পারেন রুতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad)। হায়দরাবাদের বিরুদ্ধে রঞ্জি ট্রফির ম্যাচ খেলার সময় কব্জিতে চোট পেয়েছেন রুতুরাজ। আপাতত তিনি রয়েছেন বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে। সেখানেই তাঁর চোটের চিকিৎসা চলছে। গায়েকোয়াড় নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দলে রয়েছেন। তবে তিনি ফিট হয়ে উঠবেন কি না, তা নিয়ে তৈরি হয়েছে সংশয়।
অবাক দাবি খুরামের
পাকিস্তান ক্রিকেটের কিংবদন্তিরাও এক বাক্যে মেনে নেন যে, বর্তমানে বিশ্বক্রিকেটের সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি (Virat Kohli)। অথচ কোহলির চেয়েও এগিয়ে এক অনামী পাক ব্যাটার! খুররম মঞ্জুরের দাবি ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। বিরাট কোহলি নন, ৫০ ওভারের ক্রিকেটে তিনিই বিশ্বের সেরা ব্যাটার। তবু জাতীয় নির্বাচকদের বঞ্চনায় দীর্ঘায়িত হয়নি তাঁর আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ার। এমনই দাবি করে বসলেন পাকিস্তানের খুররম।
চাপে বাংলাও
পিচ বিতর্কে প্রথম দিন মাত্র ৩৫ ওভার খেলা হয়েছিল ইডেনে। বুধবার খেলা হল ৭৮ ওভার। দাপট দেখালেন বাংলার বোলাররা। রঞ্জি ট্রফিতে (Ranji Trophy) গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ওড়িশাকে প্রথম ইনিংসে ২৬৫ রানে অল আউট করে দিল বাংলা। ঈশান পোড়েল ও প্রীতম চক্রবর্তীর ঝুলিতে তিনটি করে উইকেট। কিন্তু পাল্টা চাপে পড়ে গিয়েছে বাংলাও। দ্বিতীয় দিনের শেষে ২ উইকেট হারিয়ে বসেছে তারা।
সবচেয়ে বড় কথা, চোট সমস্যায় জর্জরিত বাংলা। দলের বোলিং আক্রমণের অন্যতম অস্ত্র, আগের ম্যাচের সেরা পেসার আকাশ দীপ তো এই ম্যাচে খেলতেই পারবেন না। বাংলা শিবিরে কাঁটার মতো বিঁধছে একাধিক চোট-আঘাত। ফলে চলতি রঞ্জি ট্রফির (Ranji Trophy 2022-23) নক আউটের আগে দলের চাপ বাড়ল।
মহিলাদের আইপিএলে নেই কলকাতার দল
কলকাতার জার্সিতে বাইশ গজে চার-ছক্কার ফুলঝুরি ছোটাচ্ছেন শিলিগুড়ির রিচা ঘোষ (Richa Ghosh)। কিংবা, ব্যাটে-বলে দাপট দেখিয়ে কলকাতাকে ম্যাচ জেতাচ্ছেন বাংলার ক্রিকেটার দীপ্তি শর্মা (Deepti Sharma)। মহিলাদের আইপিএলে (WIPL) এরকম ছবি দেখা যাবে না।
মহিলাদের আইপিএলে থাকছে না কলকাতার কোনও দল। রিচা-দীপ্তিরা হয়তো খেলবেন। কিন্তু কলকাতার দলের হয়ে না। পাঁচটি দলের মালিকানা কারা পেল, বুধবার আনুষ্ঠানিকভাবে তা ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। জানান হল, পাঁচটি দল হচ্ছে যথাক্রমে আমদাবাদ, মুম্বই, বেঙ্গালুরু, দিল্লি ও লখনউ।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)