Sports Highlights: এগিয়ে বাংলা, ঘরে ফিরলেন বিশ্বজয়ীরা, দেখে নিন আজকের খেলার সেরা খবরগুলো
Todays Sports Highlights: ঝাড়খণ্ডের বিরুদ্ধে লড়াকু ৮১ রান করলেন শাহবাজ আমেদ (Shahbaz Ahmed)। ১২০ বলের ইনিংসে ৯টি চার ও জোড়া ছক্কা।
কলকাতা: আজ সারাদিনের খেলার খবরের এক ঝলক -
রঞ্জিতে এগিয়ে বাংলা
তিনি বাংলার 'ক্রাইসিস ম্যান'। গত কয়েক মরসুম ধরে যখনই বাংলার (Bengal Ranji Team) ব্যাটিং চাপে পড়েছে, তিনি উদ্ধারকর্তা হয়ে হাজির হয়েছেন। টেল এন্ডারদের নিয়ে ইনিংসকে টেনেছেন। যার অন্যথা হল না রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালেও। ঝাড়খণ্ডের বিরুদ্ধে লড়াকু ৮১ রান করলেন শাহবাজ আমেদ (Shahbaz Ahmed)। ১২০ বলের ইনিংসে ৯টি চার ও জোড়া ছক্কা। বাঁহাতি ব্যাটারই বাংলার সর্বোচ্চ স্কোরার। শাহবাজের (Shahbaz Ahmed) ব্যাটিং বিক্রমে বাংলা প্রথম ইনিংসে তুলল ৩২৮ রান। ঝাড়খণ্ডের চেয়ে ১৫৫ রানের লিড নিল বাংলা (Ben vs Jha)। সেই সঙ্গে সেমিফাইনালের দিকে আরও এক কদম এগিয়ে গেলেন মনোজ তিওয়ারিরা।
শহরে ফিরলেন বিশ্বজয়ীরা
দিনকয়েক আগেই রামধনুর দেশ দক্ষিণ আফ্রিকায় মহিলাদের প্রথম অনুর্ধ্ব ১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ (ICC U19 T20 WC) জিতেছে ভারতীয় দল। শেফালি ভার্মার নেতৃত্বাধীন সেই দলের অংশ ছিলেন তিন বঙ্গকন্যা তিতাস সাধু (Titas Sadhu), হৃষিতা বসু (Hrishita Bose) ও রিচা ঘোষ (Richa Ghosh)। গতকালই বিসিসিআইয়ের তরফে আমদাবাদে গোটা দলকে সংবর্ধনা জানিয়েছিলেন সচিন তেন্ডুলকর। এবার ঘরে ফিরলেন বঙ্গকন্যারা।
মহিলাদের আইপিএলে নিলামের জন্য হোটেল সমস্যা
বর্তমানে বিয়ের ভরা মরসুম, আর এই বিয়েবাড়ির মরসুমে নিলামের জন্য উপযুক্ত হোটেলই নাকি খুঁজে পাচ্ছে না ভারতীয় ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআই। রিপোর্ট অন্তত এমনটাই বলছে। এই হোটেল ঠিক করতে না পারাটা নিলাম আয়োজিত না করতে পারার অন্যতম বড় কারণ। শোনা যাচ্ছিল ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই আইপিএলের নিলাম আয়োজিত হতে পারে। এমনটা হলে দলগুলি নিজেদের পরিকল্পনা ও প্রস্তুতি সারার জন্য মাসখানেক সময় পেত। তবে হোটেল না পাওয়ায় বাধ্য হয়েই নিলাম আয়োজনের সেই দিনক্ষণ পিছিয়ে ফেলতে হচ্ছে।
ইয়ান হিলির হুঁশিয়ারি
আগামী ৯ তারিখ থেকে শুরু হতে চলেছে ভারত বনাম অস্ট্রেলিয়া (India vs Australia) টেস্ট সিরিজ। বর্ডার-গাওস্কর (Border Gavaskar Trophy) সিরিজের দামামা বেজে গিয়েছে ইতিমধ্যেই। মাঠের খেলা শুরু না হলেও মাঠের বাইরের মনস্তাত্ত্বিক চাপ তৈরির লড়াই শুরু হয়ে গিয়েছে। প্রাক্তন অজি ক্রিকেটার কিংবদন্তি ইয়ান হিলি যেমন আসন্ন সিরিজে এগিয়ে রেখেছেন অস্ট্রেলিয়াকে। নাগপুরে শুরু হতে চলা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার টেস্টের সিরিজে ভারতের পক্ষে ২-১ জয়ের ভবিষ্যদ্বাণী করেছেন।