IND vs SL Live Score: ২৩০ রানে অল আউট ভারত, শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্যাচ টাই
Sri Lanka vs India 1st ODI Live: ভারত-শ্রীলঙ্কার ওয়ান ডে সিরিজ়়ের মাধ্যমেই শুরু হল রোহিত-গম্ভীর জমানা। আর প্রথম ম্যাচে জেতার পরিস্থিতি তৈরি করেও শ্রীলঙ্কার সঙ্গে টাই করল ভারত।
LIVE
Background
কলম্বো: শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের (IND vs SL ODI) প্রথম ম্য়াচে টাই করল ভারতীয় ক্রিকেট দল। টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে চারিথ আসালাঙ্কার দলকে হারালেও ওয়ান ডে সিরিজের প্রথম ম্য়াচে শ্রীলঙ্কা বুঝিয়ে দিল, বিনা যুদ্ধে টিম ইন্ডিয়াকে এক ইঞ্চিও জমি ছাড়বে না তারা।
জাতীয় দলে ফিরতে চলেছেন ভারতীয় ক্রিকেটের ২ আইকন রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলি (Virat Kohli)। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আর দেশের জার্সিতে খেলতে দেখা যায়নি এই দুই অভিজ্ঞ ব্যাটারকে। আর সেই মেগা টুর্নামেন্টের পর ক্রিকেটের সংক্ষিপ্ততম ফর্ম্য়াটকে বিদায় জানিয়েছিলেন বিরাট-রোহিত দুজনেই। তাই দীর্ঘ প্রায় এক মাস পরে ওয়ান ডে ফর্ম্য়াটের সিরিজে দেশের জার্সিতে ফিরছেন তাঁরা।
শেষবার ৫০ ওভারের ফর্ম্য়াটে গত বছর ওয়ান ড বিশ্বকাপের ফাইনালে খেলতে নেমেছিলেন রোহিত ও বিরাট। আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। তাই সেই টুর্নামেন্টে ভারতের এই দুই স্টলওয়ার্টের অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। দলের নতুন কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর গৌতম গম্ভীরও জানিয়েছিলেন যে বিরাট ও রোহিত দুজনেই ওয়ান ডে ফর্ম্য়াটে জাতীয় দলের গুরুত্বপূর্ণ অংশ।
হর্ষিত রানাকে এবার ওয়ান ডে সিরিজের জন্য দলে নেওয়া হয়েছে। কেকেআরের এই তারকার সামনে সুযোগ নিজেকে প্রমাণ করার। গত আইপিএলে কেকেআরের জার্সিতে নজর কেড়েছিলেন। চ্যাম্পিয়ন দলের হয়ে সর্বাধিক উইকেট শিকারিও ছিলেন। স্টার্কের থেকেও বেশি উইকেট ছিল তাঁর ঝুলিতে। তবে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে আদৌ প্রথম ম্য়াচে অভিষেক হবে কি না তার সন্দেহ আছে। কারণ বড় বড় বোলাররা আছেন। টি-টোয়েন্টিতে খেলা অর্শদীপ ও সিরাজকেও অবশ্যই দেখা যাবে বোলিং আক্রমণে। ফিরছেন কুলদীপ যাদবও।
IND vs SL 1st ODI Live Score: ২৩০ রানে অল আউট ভারত, ম্যাচ টাই
ব্যর্থ শিবম দুবের লড়াই। ২৪ রান করে তিনি ফিরতেই ধস নামল ভারতীয় ইনিংসে। ২৩০ রানেই অল আউট হয়ে গেল ভারত। ম্যাচ টাই হল।
IND vs SL 1st ODI Live Score: ৪২ ওভারের শেষে ভারতের স্কোর ২০৪/৭
৩৩ রান করে ফিরলেন অক্ষর। ৪২ ওভারের শেষে ভারতের স্কোর ২০৪/৭। ম্যাচ জিততে আর ৪৮ বলে ২৭ রান চাই ভারতের।
IND vs SL 1st ODI Live Score: ৩১ রান করে ফিরলেন কে এল রাহুল
৩১ রান করে ফিরলেন কে এল রাহুল। ৪০ ওভারের শেষে ভারতের স্কোর ১৯৬/৬। ক্রিজে অক্ষর পটেল ও শিবম দুবে।
IND vs SL ODI Live: ৩৮ ওভারের শেষে ভারতের স্কোর ১৮৩/৫
৩৮ ওভারের শেষে ভারতের স্কোর ১৮৩/৫। অক্ষর ও রাহুল - দুজনই ২৬ রান করে ক্রিজে।
IND vs SL 1st ODI Live Score: ৩১ ওভারের শেষে ভারতের স্কোর ১৫২/৫
২৩ রান করে আউট হলেন শ্রেয়স আইয়ার। ৩১ ওভারের শেষে ভারতের স্কোর ১৫২/৫।