IND vs AUS: ব্রিসবেনে রোহিতকে ওপেনিং স্লটেই দেখতে চাইছেন গাওস্কর, রাহুল কোথায় খেলবেন?
Gavaskar On Rohit: একেবারেই চেনা ছন্দে মনে হয়নি তাঁকে। দুটো ইনিংসে একটি মাত্র বাউন্ডারি হাঁকিয়েছেন। আর রোহিতের ফর্মে ফের যে দলের সিরিজে প্রত্যাবর্তন করার জন্য কতটা জরুরি তাও মনে করিয়েছেন গাওস্কর।
মুম্বই: নিজের পয়া ওপেনিং স্লট ছেড়ে দিয়েছিলেন ফর্মে থাকা কে এল রাহুলের জন্য। যদিও অ্য়াডিলেডে রাহুলও রান পাননি। আর তিনিও অফফর্মেই। তবে ব্রিসবেন টেস্ট রোহিত শর্মা যেন তাঁর ওপেনিং পজিশনেই ফিরে আসেন, সেই বার্তাই দিলেন সুনীল গাওস্কর। ২০১৯ সালের পর প্রথমবার টেস্টে মিডল অর্ডারে খেলতে দেখা গেল হিটম্য়ানকে। কিন্তু একেবারেই চেনা ছন্দে মনে হয়নি তাঁকে। দুটো ইনিংসে একটি মাত্র বাউন্ডারি হাঁকিয়েছেন। আর রোহিতের ফর্মে ফের যে দলের সিরিজে প্রত্যাবর্তন করার জন্য কতটা জরুরি তাও মনে করিয়ে দিয়েছেন লিটল মাস্টার।
অ্য়াডিলেড টেস্টে প্রথম ইনিংসে ৩৭ ও দ্বিতীয় ইনিংসে ৭ রান করেছিলেন কে এল রাহুল। গাওস্কর বলছেন, ''রোহিতের ওর চেনা পজিশনেই ফিরে আসা উচিৎ। আমাদের মনে রাখা উচিৎ পারথে রাহুল ওপেনিংয়ে নেমেছিল এই জন্যই যেহেতু রোহিত সেই ম্য়াচে খেলেনি। প্রথম টেস্টে দুশোর ওপর পার্টনারশিপ গড়েছিল জয়সওয়াল ও রাহুল। কিন্তু অ্য়াডিলেডে একেবারেই কাজে আসেনি রাহুল-জয়সওয়ালের ওপেনিং পার্টনারশিপ। আমার মনে হয় রাহুলের পাঁচ নম্বর পজিশনে ফিরে আসা উচিৎ। রোহিতের ওপেনিংয়ে নামা উচিৎ। শুরুতে দ্রুত রান তুলতে পারলে রোহিত পরে বড় সেঞ্চুরিও হাঁকাতে পারে।'' অ্য়াডিলেডে হারের পর ভারত অধিনায়ক জানিয়েছিলেন, ''আমাদের ৩০-৪০ রান কম হয়েছিল প্রথম ইনিংসে ব্যাটে। একটা খারাপ সপ্তাহ আমাদের জন্য। আমরা ভাল খেলতে পারিনি। আমি জানতাম চ্যালেঞ্জিং হতে চলেছে ম্য়াচ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই পরিস্থিতিতে ম্য়াচ জেতার জন্য যে খেলাটা দরকার তা আমরা খেলতে পারিনি। এমন অনেক সময় ছিল যেখানে ম্যাচ নিজেদের দখলে করা যেত, কিন্তু তা ব্যর্থ হয়েছি। পারথে যা করেছিলাম আমরা, তা স্পেশাল ছিল। কিন্তু এখানে লড়াইটা আলাদা ছিল। গোলাপি বলের টেস্টে অস্ট্রেলিয়া বারবার আমাদের টেক্কা দিয়েছে। এখানেও তার ব্য়তিক্রম হয়নি।''
রোহিতের ফর্ম নিয়ে উদ্বিগ্ন মদনলাল
এক সাক্ষাৎকারে তিরাশির বিশ্বকাপজয়ী ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার মদন লাল বলেন, ''রোহিতের ফর্ম নিয়ে অবশ্যই প্রশ্ন উঠবে। ও একজন টপ ক্লাস প্লেয়ার। কিন্তু দীর্ঘ সময় ধরে রানের মধ্যে নেই ও। যে কোনও ভাবে রানের মধ্যে ওকে ফিরতেই হবে।'' তিনি আরও বলেন, ''ব্যাট হাতে খারাপ ফর্মের প্রভাব অধিনায়কত্বেও পড়ে। হয়ত রানে ফেরাটা একটা ম্য়াচের অপেক্ষা। কিন্তু তবুও রানে তো ফিরতেই হবে। কোন পজিশনে রোহিত ব্যাটিং করছে, তা গুরুত্বপূর্ণ নয়। কত রান দলের জন্য বোর্ডে যোগ করতে পারছে, সেটাই আসল। সমালোচনা একমাত্র রানে ফিরেই তুমি বন্ধ করতে পারবে।''