Suryakumar Yadav: ভারতকে এশিয়া কাপ জেতানোর পরেই দল থেকে বাদ পড়লেন সূর্যকুমার যাদব?
Ranji Trophy: ১৫ তারিখ থেকে জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে শুরু হতে চলা রঞ্জি ট্রফির ম্যাচে মুম্বইয়ের ১৬ জনের দলে জায়গা পাননি সূর্যকুমার যাদব।

মুম্বই: সপ্তাহ দু'য়েকও হয়নি তাঁর অধিনায়কত্বেই এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছিল ভারতীয় দল। তার রেশ কাটতে না কাটতেই দল থেকে বাদ পড়লেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)!
কয়েকদিন পরেই শুরু হচ্ছে রঞ্জি ট্রফির (Ranji Trophy) নতুন মরশুম। সেই মরশুমের আগে একে একে সব দলগুলিই নিজেদের স্কোয়াড ঘোষণা করছে। বাংলার দল যেমন আগেই ঘোষণা করা হয়ে গিয়েছে। শুক্রবার, ১০ সেপ্টেম্বর তেমনভাবেই মুম্বই ক্রিকেট সংস্থার তরফেও জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে তাদের প্রথম ম্য়াচের দল ঘোষণা করা হয়। তবে সেই দলে নেই সূর্যকুমারের নাম। পরিবর্তে সঞ্জয় পাতিলের নেতৃত্বাধীন মুম্বই নির্বাচক কমিটি, যাতে প্রাক্তন ভারতীয় প্রধান নির্বাচক দিলীপ বেঙ্গসরকারও রয়েছেন, তাঁরা আয়ুষ মাত্রেকে দলে নিয়েছেন।
সদ্যই অস্ট্রেলিয়ায় দাপুটে মেজাজে টেস্ট এবং ওয়ান ডে, উভয় সিরিজ়ই জিতে নিয়েছে ভারতীয় অনূর্ধ্ব ১৯ দল। সেই দলের অধিনায়ক আয়ুষ। তিনি অস্ট্রেলিয়া থেকে ফিরেই সঙ্গে সঙ্গে আরেক ম্যাচ খেলতে নেমে পড়বে। দলের সঙ্গে মুম্বই বিমানবন্দরে সরাসরি দেখা করে শ্রীনগর উড়ে যাবে তরুণ ক্রিকেটার।
সূর্যকে দলে না নেওয়ার এই সিদ্ধান্ত কিন্তু তাঁর লাল বলের ক্রিকেটে ভারতীয় দলে ফেরার মনবাসনায় পূর্ণচ্ছেদ ঘটাতে পারে বলে অনেকেই মনে করছেন। তবে এমসিএ-র তরফে জানানো হয়েছে সূর্যকুমারকে দল থেকে বাদ দেওয়া হয়নি। এমসিএ সচিব অভয় হড়প এক সাংবাদমাধ্যমকে জানান, 'না সূর্যকে দল থেকে ছাঁটাই করা হয়নি। আসলে এই ম্য়াচের জন্য ও উপলব্ধ কি না, সেই বিষয়ে কোনও নিশ্চয়তা পাওয়া যায়নি। মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্তারা ওকে এই বিষয়ে জিজ্ঞেস করতে যোগাযোগ করার চেষ্টা করেন। তবে এই ম্যাচ খেলার বিষয়ে ও কিছুই জানায়নি।'
এ মরশুমে মুম্বইয়ের দলে বেশ কিছু রদবদল হয়েছে। মুম্বইয়ের হয়ে নতুন অধিনায়ককে দলের নেতৃত্ব দিতে দেখা যাবে। তিনি ভারতীয় অলরাউন্ডার শার্দুল ঠাকুর। মাস দু'য়েক আগেই অধিনায়কত্ব ছাড়ার কথা ঘোষণা করেন রঞ্জিজয়ী নেতা অজিঙ্ক রাহানে।
তিনি আবেগঘন বার্তায় লেখেন, 'এই মুম্বই দলের সঙ্গে চ্যাম্পিয়নশিপ জেতা এবং দলের অধিনায়কত্ব করাটা আমার কাছে দারুণ সৌভাগ্যের বিষয়। নতুন মরশুম শুরু হতে চলেছে শীঘ্রই। আমার মনে হয় এটাই নতুন একজন নেতাকে গ্রুম করার একদম সঠিক সময়। সেই কারণেই আমি ঠিক করেছি যে আমি আর অধিনায়কের ভূমিকায় খেলা চালিয়ে যাব না।' রাহানের সরে যাওয়াতেই শার্দুলের হাতে দায়িত্ব গেল। এবার নতুন নেতার অধীনে মুম্বই কেমন খেলে, সেটাই দেখার।




















