ICC T20 WC 2024: বিশ্বকাপের পূর্বেই ১৫ কিলো ওজন ঝরিয়েছেন ভারতীয় তারকা সূর্যকুমার যাদব!
Suryakumar Yadav: জানুয়ারিতে হার্নিয়ার অস্ত্রোপ্রচারের পর আইপিএল শুরুরও পরে চার মাস বিরতির পরে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরেন সূর্যকুমার।
নয়াদিল্লি: চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপ (ICC T20 WC 2024) জিতে আইসিসি ট্রফি জয়ের ১১ বছরের খরা কাটাতে বদ্ধপরিকর টিম ইন্ডিয়া। সেই লক্ষ্যেই ভারতীয় দলের অন্যতম বড় অস্ত্র হলেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি ব্যাটার। বিশ্বকাপে সূর্যর লম্বা লম্বা ছক্কা দেখার অপেক্ষায় সকলে। আর লম্বা ছক্কা হাঁকাতে গেলে প্রয়োজন শক্তির। কিন্তু বিশ্বকাপের আগেই ১৪-১৫ কেজি ওজন কমেছে সূর্যর। এমনটাই জানাচ্ছেন তাঁর ডায়েটিশিয়ান শ্বেতা ভাটিয়া।
বছরের শুরুর দিকে একসময় সূর্যর বিশ্বকাপে অংশগ্রহণ করা নিয়েই প্রশ্ন উঠে গিয়েছিল। চার মাস মাঠের বাইরে ছিলেন তিনি। জানুয়ারিতে হার্নিয়ার অস্ত্রোপ্রচারের পর আইপিএল শুরুর কয়েকদিন পরেই প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরেন সূর্য। এই অস্ত্রোপ্রচারের পরেই কড়া অনুশাসন মেনে সূর্যর ওজন কমানো হয় বলে জানান তাঁর ডায়টেশিয়ান।
সম্প্রতি পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে শ্বেতা জানান, 'ওকে কিন্তু আগের থেকে খানিকটা রোগা লাগছে। শরীরের পেশিও শক্তিশালী হয়েছে। ওর ডায়েটটা সেভাবেই তৈরি করা হয়েছিল। সুস্থ হয়ে ওঠা এবং পেশি বাড়ানো, এই দুইটির সামঞ্জস্য রাখাটা জরুরি ছিল এবং রেকর্ড সময়ের মধ্যে সেটা করতে পেরেছি আমরা। অস্ত্রোপ্রচারের পর ওর ১৪-১৫ কেজি মতো ওজন বেড়েছিল। ডায়েটে যে কোনও ত্রুটি ছিল তা না, তবে ওষুধের প্রতিক্রিয়ায় এমনটা হওয়া খুবই স্বাভাবিক। মাপলে দেখা যাবে যে ১৫ কিলো ওজন ও ঝরিয়েছে, তার ১৩ কিলোই মেদ ছিল।'
শ্বেতা জানান সূর্যকুমারের অস্ত্রোপ্রচারের পর তাঁর ডায়েটে আরও কড়াকড়ি করা হয় যাতে তিনি দ্রুত সুস্থ হয়ে উঠতে পারেন। এবং এই গোটাটাই জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিকে জানিয়ে, তাদের সঙ্গে কথাবার্তা বলেই ঠিক করা হয়েছিল, যাতে দ্রুত মাঠে ফিরতে সূর্যর কোনও সমস্যা না হয়। 'ওর অস্ত্রোপ্রটারের পর আমরা ওর ডায়েটের বিষয়ে আরও কড়া হয়ে যাই। ওরম দুম করে তো ওর খাবারের পরিমাণ বাড়ানে বা কমানো যায় না। তবে ওর সুস্থ হয়ে ওঠাটাকে ভিটামিন সাপ্লিমেন্টের মাধ্যমে আমরা প্রাধান্য দিয়েছিলাম। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ওকে বেশি করে স্ট্রেংথ ট্রেনিং করানো হয় যাতে ওর কামব্যাকটা ভালভাবে হয়। সরাসরি তো তেমন হস্তক্ষেপ করতে পারি না। তবে এনসিএ-র সঙ্গে যোগাযোগ ছিলই। কারণ ঠিকঠাক গতিতে ও সুস্থ না হলে আমাদের ডায়েট গলদ হত এবং তা বদলানোর প্রয়োজন হত।' যোগ করেন সূর্যর ডায়টেশিয়ান।
ওজন ঝরিয়ে সূর্যকে কি বিশ্বকাপে ঝড় তুলবেন? দেখা যাক।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: বিশ্বকাপের প্রস্তুতির ফাঁকেই অভিনব গল্ফে মাতলেন পন্থ-সূর্যকুমার যাদব