T20 WC Prize Money: না খেলেও বিশাল অঙ্কের পুরস্কার পাচ্ছেন চাহাল-রিঙ্কুরা, কোহলিদের বোনাস জানলে চোখ কপালে উঠবে
Indian Cricket Team: রোহিত শর্মা, বিরাট কোহলিদের জন্য বরাদ্দ কত? বিদায়ী কোচ রাহুল দ্রাবিড়কে কত টাকা দেওয়া হবে? ভাগ পাবেন সাপোর্ট স্টাফেরা?
মুম্বই: টি-২০ বিশ্বকাপে (T20 World Cup 2024) চ্যাম্পিয়ন হওয়ার পরই ভারতীয় ক্রিকেট দলের জন্য বিরাট অঙ্কের আর্থিক পুরস্কার ঘোষণা করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। অঙ্কটা শুনে চমকে উঠেছিলেন অনেকে। ১২৫ কোটি টাকা!
বার্বাডোজ়ে দক্ষিণ আফ্রিকাকে রুদ্ধশ্বাস ফাইনালে ৭ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। তারপরই ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ ঘোষণা করেন যে, ভারতীয় দলকে ১২৫ কোটি টাকা পুরস্কার অর্থ হিসাবে দেওয়া হবে।
সেই টাকা থেকে কে কত পাবেন? রোহিত শর্মা, বিরাট কোহলিদের জন্য বরাদ্দ কত? বিদায়ী কোচ রাহুল দ্রাবিড়কে কত টাকা দেওয়া হবে? ভাগ পাবেন সাপোর্ট স্টাফেরা?
শোনা যাচ্ছে, দলের ১৫ ক্রিকেটারের প্রত্যেকে পাবেন ৫ কোটি টাকা করে। অর্থাৎ, রোহিত, কোহলি থেকে শুরু করে যশপ্রীত বুমরা, হার্দিক পাণ্ড্য, কুলদীপ যাদব, অক্ষর পটেল - প্রত্যেকেই পাবেন ৫ কোটি টাকা করে।
তবে ভারতীয় দলের ১৫ সদস্যের মধ্যে এমন তিনজন আছেন, যাঁরা বিশ্বকাপে কোনও ম্যাচ খেললেননি। তাঁরা হলেন সঞ্জু স্যামসন, যশস্বী জয়সওয়াল ও যুজবেন্দ্র চাহাল। তাঁরা কত টাকা করে পাবেন?
শোনা যাচ্ছে, ১৫ জনের মূল দলে থাকা প্রত্যেকেই পাবেন ৫ কোটি টাকা করে। অর্থাৎ টি-২০ বিশ্বকাপে একটাও ম্যাচ না খেলেও ৫ কোটি টাকা বোনাস পাবেন স্যামসন, যশস্বী ও চাহাল।
আর গুরু দ্রাবিড়? টি-২০ বিশ্বকাপের পরই কোচ হিসাবে যাঁর চুক্তির মেয়াদ শেষ হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত কে হবেন, তা নিয়ে চলছে জোর চর্চা। তবে দ্রাবিড়ও পাচ্ছেন মোটা টাকা বোনাসয যা ক্রিকেটারদের সমান। অর্থাৎ ৫ কোটি টাকা পাচ্ছেন গুরু দ্রাবিড়ও।
তবে কোচিং স্টাফেদের মধ্যে দ্রাবিড়ের তিন সহকারী, ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর, বোলিং কোচ পারস মামব্রে ও ফিল্ডিং কোচ টি দিলীপ পাচ্ছেন কিছুটা কম অর্থ। তাঁরা প্রত্যেকে ২.৫ কোটি টাকা করে বোনাস পাবেন। এছাড়া বাকি স্টাফেরা পাবেন মাথা পিছু ২ কোটি টাকা করে। যাঁদের মধ্যে রয়েছেন ৩ জন ফিজিওথেরাপিস্ট, ৩ জন থ্রো ডাউন স্পেশালিস্ট, ২ জন ম্যাসিওর আর স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ সোহম দেশাই।
খালি হাতে ফিরতে হচ্ছে না দলের তিন স্ট্যান্ড বাই ক্রিকেটার রিঙ্কু সিংহ, শুভমন গিল ও খলিল আমেদকেও। তাঁরা প্রত্যেকে ১ কোটি টাকা করে পাচ্ছেন। ১ কোটি টাকা করে পাচ্ছেন নির্বাচকদের প্রত্যেকে।
আরও পড়ুন: মেদিনীপুরের তরুণের কাছে সেরা উপহার বিশ্বজয়ী দলের সই করা জার্সি, কী বলেছেন প্রধানমন্ত্রী?