T20 World Cup: বোলিং করা ভুলে গেলেন স্টেন, কার কাছে শিখলেন প্রোটিয়া কিংবদন্তি?
Dale Styen: দেশের জার্সিতে দীর্ঘদিন আগেই ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। ফ্র্যাঞ্চাইজি লিগ থেকেও সরে দাঁড়িয়েছেন। দক্ষিণ আফ্রিকার সর্বকালের অন্য়তম সেরা পেস বোলার মানা হয় তাঁকে।
নিউ ইয়র্ক: ঝুলিতে ৬৯৯টি আন্তর্জাতিক উইকেট। দক্ষিণ আফ্রিকার পেস বোলিং বিভাগকে এক দশকের ওপরে নেতৃত্ব দিয়েছেন। একসময়ে তাঁর বিধ্বংসী বোলিংয়ের সামনে কুপোকাত হতে হয়েছে তাবড় তাবড় তারকা ব্যাটারদের। সেই ডেল স্টেন (Dale Steyn) ফের বোলিং শিখছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) আসরে এমনই একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে প্রাক্তন প্রােটিয়া পেসারকে বোলিং শিখতে।
একটি ভিডিও ক্লিপ নিজের সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করেছেন স্টেন। সেখানে দেখা যাচ্ছে যে টি-টোয়েন্টি বিশ্বকাপের এক স্টাফ রীতিমত বোলিং শেখাচ্ছেন স্টেনকে। দেখে বোঝাই যাচ্ছে যে ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা পেসারকে সেই ব্যক্তি চিনতে পারেননি। আসলে যুক্তরাষ্ট্রে ক্রিকেটের চল নেই। এই প্রথমবার তারা এত বড় টুর্নামেন্ট আয়োজন করছে। তাই সেভাবে ক্রিকেটের সঙ্গে এর আগে এতটা পরিচিত নন কেউই। হয়ত সেই জন্য দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি পেসারকে দেখে চিনতে পারেননি সেই স্টাফ।
স্টেন কিন্তু অবশ্য একবারও সেই ব্যক্তিকে বুঝতে দেননি তাঁর পরিচয়। এখানেই সবাই স্টেনের মানসিকতার প্রশংসা করেছেন। স্টেন এমনভাবই বোলিং শিখছিলেন যেন তিনি কীভাব বল গ্রিপ করতে হয়, কীভাবে বল ধরতে হয়, জানেনই না।
View this post on Instagram
উল্লেখ্য, আমেরিকা ও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে আয়োজিত হচ্ছে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। ক্রিকেটের প্রসারেই মূলত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রচারে দূত হিসেবে নিয়োগ করা হয়েছে উসেন বোল্টের মত ব্যক্তিত্বকেও। বর্তমান ও প্রাক্তন ক্রিকেটাররাও একে একে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপের স্বাদ চেখে দেখতে।
দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল এবার তাঁদের টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করেছিল শ্রীলঙ্কার বিরুদ্ধে। এইডেন মারক্রামের নেতৃত্বে এবারের কুড়ির ফর্ম্য়াটের বিশ্বকাপে খেলতে নেমেছে প্রোটিয়া বাহিনী। প্রথম ম্য়াচে লঙকা বাহিনীকে ৬ উইকেটে হারিয়ে দিয়েছিল দক্ষিণ আফ্রিকা। প্রথমে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা মাত্র ৭৭ রানে অল আউট হয়ে যায়। ১৯.১ ওভারে অল আউট হয়ে যায় তারা। রান তাড়া করতে নেমে যদিও উইকেট হারাতে থাকে প্রোটিয়া শিবিরও। কিন্তু ১৬.২ ওভারে শেষ পর্যন্ত জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় তারা।