(Source: ECI/ABP News/ABP Majha)
T20 World Cup: কাল আয়ারল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের অভিযান শুরু রোহিতদের, কখন, কোথায় দেখবেন ম্য়াচ?
IND vs IRE, T20 World Cup 2024: টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হয়েছে ১ জুন থেকে। কিন্তু আগামীকাল ৫ জুন নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল।
নিউ ইয়র্ক: আগামীকাল টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2024) নিজেদের অভিযান শুরু করতে চলেছে ভারতীয় দল (Indian Cricket Team)। আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্য়াচে খেলতে নামবে রোহিত শর্মার (Rohit Sharma) দল। অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ। খাতায় কলমে এগিয়ে থেকেই ময়দানে নামতে চলেছে টিম ইন্ডিয়া (India Cricket Team)। ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী মরশুমের পর আর ট্রফি জিততে পারেনি ভারত। এবার সেই সুযোগ ফের একবার খেতাব জেতার।
কাদের ম্যাচ?
কাল টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত ও আয়ারল্যান্ড মুখোমুখি হতে চলেছে
ম্য়াচটি নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা হবে
ম্যাচ শুরু হবে ভারতীয় সময় রাত ৮ টায়, তার ৩০ মিনিট আগে টস হবে
কোথায় দেখবেন?
ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে স্টার নেটওয়ার্কের একগুচ্ছ চ্যানেলে।
অনলাইন স্ট্রিমিং?
টিভির সামনে বসার সুযোগ না থাকলে স্মার্টফোনে অনলাইনে হটস্টার ডিজিটালে খেলা দেখা যাবে
View this post on Instagram
টি-টোয়েন্টি বিশ্বকাপে নামার আগে একটি প্রস্তুতি ম্য়াচ খেলতে নেমেছিল ভারত। বাংলাদেশের বিরুদ্ধে সেই ম্য়াচে ৬০ রানের বেশি ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছিল টিম রোহিত। সেই ম্য়াচে ঋষভ পন্থের অর্ধশতরান হাঁকানো একটা বড় প্লাস পয়েন্ট ভারতীয় দলের কাছে। এমনকী হার্দিক পাণ্ড্যর অলরাউন্ড পারফরম্য়ান্সও প্রশংসা কুড়িয়েছে। ব্যাট হাতে ঝোড়ো ইনিংস খেলেছেন। এমনকী বল হাতেও উইকেট তুলেছেন বঢোদরার অলরাউন্ডার।
ব্যাট হাতে পন্থ ছাড়া রান পেয়েছেন রোহিত শর্মাও। আইপিএলের শেষ কয়েকটি ম্য়াচে খুব একটা বড় রান পাননি হিটম্য়ান। কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে তিনি রান পেয়েছিলেন। আইপিএলে দুর্দান্ত ফর্মে থাকা বিরাট কোহলি অরেঞ্জ ক্যাপ জিতেছিলেন। তিনি কিন্তু প্রস্তুতি ম্য়াচে খেলেননি। সেক্ষেত্র টি-টোয়েন্টি বিশ্বকাপে একেবারে প্রথম ম্য়াচেই খেলতে নামবেন বিরাট। দল গঠন কেমন হবে, তার দিকেও নজর থাকবে সবার। বোলিং ডিপার্টমেন্টে অর্শদীপ সিংহের প্রস্তুতি ম্য়াচের দুর্দান্ত পারফরম্য়ান্সের পর আইরিশদের বিরুদ্ধ তাঁর একাদশে সুযোগ পাওয়া মোটামুটি পাকা।