T20 World Cup 2024: অবাক কাণ্ড, টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ খেললেন অস্ট্রেলিয়ার কোচ-নির্বাচকেরা!
AUS vs NAM: অস্ট্রেলিয়ার জয়ে নায়ক জশ হ্যাজলউড ও ডেভিড ওয়ার্নার। দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএল ভাল কাটেনি ওয়ার্নারের। তবে নামিবিয়ার বিরুদ্ধে ২০ বলে হাফসেঞ্চুরি করলেন।
পোর্ট অফ স্পেন: ফুটবল মাঠে ৯ জন নিয়ে কোনও দলের জয়-পরাজয়ের খবর হামেশাই পাওয়া যায়। লাল কার্ড দেখে একাধিক ফুটবলারকে মাঠ থেকে বার করে দেওয়ার ঘটনাও বিরল নয়। কিন্তু ক্রিকেট মাঠে কোনও দল ৯ জনের হয়ে যাচ্ছে, এবং তারপরেও ম্যাচ জিতছে! এরকম কাণ্ড বেনজির।
টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়া বনাম নামিবিয়া (AUS vs NAM) ম্যাচে সেরকমই হল। ৯ জনের হয়ে গিয়েও ম্যাচ জিতল অস্ট্রেলিয়া। বাধ্য হয়ে ফিল্ডিং করার সময় মাঠে নামতে হল অস্ট্রেলিয়ার কোচ-নির্বাচকদের!
অস্ট্রেলিয়ার জয়ে নায়ক জশ হ্যাজলউড ও ডেভিড ওয়ার্নার। দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএল ভাল কাটেনি ওয়ার্নারের। তবে নামিবিয়ার বিরুদ্ধে ২০ বলে হাফসেঞ্চুরি করলেন। অর্ধেক ওভারে জয়ের রান তুলে নিল অস্ট্রেলিয়া।
একটা সময় অস্ট্রেলিয়াকে ফিল্ডিং করার জন্য চারজন বিকল্প ক্রিকেটারকে মাঠে নামাতে হয়। সেই সময় ফিল্ডিং করতে নামেন অস্ট্রেলিয়ার হেড কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড, সহকারী কোচ ব্র্যাড হজ, আন্দ্রে বোরোভেচ। সঙ্গে জাতীয় দলের নির্বাচক তথা প্রাক্তন অধিনায়ক জর্জ বেইলি।
ক্রিকেটার কম থাকলেও অবশ্য প্রস্তুতি ম্যাচ বাতিল করেনি অস্ট্রেলিয়া। কার্যত ৯ জন ব্যাট করতে পারবেন, এরকম পরিস্থিতি তৈরি হলেও খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
হ্যাজলউড প্রথম স্পেলে দুরন্ত বোলিং করেন। তাঁর প্রথম স্পেলের পরিসংখ্যান ছিল ৩-৩-০-২। তাঁর বলে একটি ক্যাচ নেন ফিল্ডিং কোচ বোরোভেচ। পোর্ট অফ স্পেনে প্রথমে ব্যাট করে ১১৯/৯ স্কোরে আটকে যায় নামিবিয়া। অ্যাডাম জ়াম্পা ৩ উইকেট নেন। জবাবে মাত্র ১০ ওভারে ৩ উইকেটে ১২৩ তোলে অস্ট্রেলিয়া। ৭ উইকেটে ম্যাচ জিতে নেয়।
বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ অস্ট্রেলিয়ার।
আরও পড়ুন: শাহরুখের রাজি হওয়ার অপেক্ষা? কেকেআরের হয়ে সাফল্য পেলেই ছাড়তে হয় চাকরি?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।