Abhigya Anand : মায়ানমারের ভূমিকম্পের কথা ৩ সপ্তাহ আগেই বলে দিয়েছিলেন, আর কী ভবিষ্যদ্বাণী অভিজ্ঞ আনন্দের?
অভিজ্ঞ আনন্দ কেবল সংস্কৃত এবং জ্যোতিষশাস্ত্রই শেখেননি, এই বয়সেই জ্যোতিষশাস্ত্রের শিক্ষক হয়ে উঠেছেন তিনি।

মহীশূর : ভয়ঙ্কর ভূমিকম্পে তছনছ মায়ানমার। ধ্বংসস্তূপ তাইল্যান্ডের এক-একটি এলাকা। মৃতের সংখ্যা ক্রমেই বাড়ছে। গত ২০০ বছরে প্রকৃতির এমন ভয়াল রূপ দেখেনি মায়ানমার। একদিকে গৃহযুদ্ধের ত্রাস, আরেকদিকে প্রকৃতির মার, ভয়াবহ অবস্থার সম্মুখীন সে-দেশ। কিন্তু এমনটা যে ঘটতই, আগেই নাকি বলেছিলেন এক কুড়ির-যুবক ! তিনি নাকি ত্রিকালদর্শী। ভূমিকম্পের ভবিষ্যদ্বাণী হুবহু মিলে যাওয়ার পর তো তাঁকে নিয়ে জল্পনার শেষ নেই। দক্ষিণ ভারতীয় এই যুবককে চিনে ফেলেছে এখন গোটা বিশ্ব। তিনি নাকি ৩ সপ্তাহ আগে থেকেই এই ভূমিকম্পের ভবিষ্যদ্বাণী করেছিলেন। এছাড়াও তিনি একটি মানচিত্রের মাধ্যমে তারিখ এবং স্থান সম্পর্কে তথ্যও দিয়েছিলেন।
কে তিনি ? নাম অভিজ্ঞ আনন্দ। তিনি কেবল সংস্কৃত এবং জ্যোতিষশাস্ত্রই শেখেননি, এই বয়সেই জ্যোতিষশাস্ত্রের শিক্ষক হয়ে উঠেছেন তিনি। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে দাবি, ২০১৮ সালে তিনি একটি নিজস্ব ইনস্টিটিউট শুরু করেন, প্রজ্ঞা জ্যোতিষ। সেখানে পড়ুয়ার সংখ্যা হাজারেরও বেশি। শুনলে অবাক হতে হয়,এই অভিজ্ঞ গ্র্যাজুয়েশ করে ফেলে মাত্র ১২ বছরের মধ্যে। বাস্তুশাস্ত্রে তাঁর মুন্সিয়ানার তারিফ করেন বহুজন।
মায়ানমারে ভূমিকম্পের পর বিভিন্ন সংবাদমাধ্যমে দাবি, অভিজ্ঞ আনন্দ ৩ সপ্তাহ আগে এই ভয়াবহ ভূমিকম্পের পূর্বাভাস দিয়েছিলেন। ১ মার্চ তিনি তাঁর ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আপলোড করেন। এই ভিডিওতে দাবি করা হয়েছিল, আগামী কয়েক সপ্তাহের মধ্যে একটি বিশাল ভূমিকম্প ঘটবে।
কর্ণাটকের মহীশূরের বাসিন্দা অভিজ্ঞ। মাত্র ৭ বছর বয়সেই নাকি আয়ত্ব করে ফেলে ছিলেন সম্পূর্ণ ভগবদ্গীতা । খুব অল্প বয়সেই সংস্কৃত ভাষায় পাণ্ডিত্য অর্জন করেছিলেন। এখন তো অভিজ্ঞর ইউটিউব ফলোয়ারের সংখ্যাও বিরাট। অভিজ্ঞার চ্যানেল দাবি করেছে, অভিজ্ঞ এর আগেও অনেক ভবিষ্যদ্বাণী করেছেন, যা সত্য প্রমাণিত হয়েছে। এর আগে, তিনি কোভিড-১৯, ২০২২ সালের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, ২০২৩ সালে হামাসের হামলা এবং ২০২৪ সালে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে ভবিষ্যদ্বাণী করেছিলেন, যা ফলে গিয়েছে সময় অনুসারেই।
ডিসক্লেমার : ধর্মীয় বিশ্বাস নিজস্ব। এ ব্যাপারে কোনও মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ ধর্ম সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
