T20 World Cup: নেতৃত্বে শান্ত, দলে ফিরলেন অভিজ্ঞ শাকিব, টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের
Bangladesh Cricket Team Squad: সেখানেই সিকান্দার রাজাদের ৪-১ ব্যবধানে একপেশে লড়াইয়ে হারিয়ে দিয়েছিল বাংলাদেশ। এরপরই খেলােয়াড়দের পারফরম্য়ান্স বিবেচনা করে দল ঘোষণা করে ফেলল বিসিবি।
ঢাকা: আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) জন্য ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করল বিসিবি। প্রত্যাশামতই দলের অধিনায়ক নির্বাচিত করা হয়েছে নাজমুল হোসেন শান্তকে (Najmul Hossain Shanto)। জিম্বাবোয়ের বিরুদ্ধে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজ খেলছিল টাইগাররা। সেখানেই সিকান্দার রাজাদের (Sikandar Raza) ৪-১ ব্যবধানে একপেশে লড়াইয়ে হারিয়ে দিয়েছিল বাংলাদেশ (Bangladesh Cricket Team)। এরপরই খেলােয়াড়দের পারফরম্য়ান্স বিবেচনা করে দল ঘোষণা করে ফেলল বিসিবি (Bangladesh Cricket Board)। দলে জায়গা পেয়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার শাকিব আল হাসান। প্রায় এক বছর পর জাতীয় দলের জার্সিতে টি-টোয়েন্টিতে খেললেন শাকিব (Shakib Al Hasan)। জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজের চতুর্থ ম্য়াচে খেলতে নেমেছিলেন বাঁহাতি অভিজ্ঞ এই ক্রিকেটার। জাতীয় দলের জার্সিতে এখনও যে তিনি কতটা অপরিহার্য ক্রিকেটার আরও একবার বোঝালেন শাকিব। ম্য়াচে একাই চার উইকেট তুলে নেন এই অলরাউন্ডার। জিম্বাবোয়ে গোটা সিরিজে ভাল পারফর্ম করলেও শেষ পর্যন্ত শুধু পঞ্চম ম্য়াচেই জয় ছিনিয়ে নিতে পেরেছে।
ব্যাট হাতে তানজিদ হাসান ও তৌহিদ হৃদয় দুর্দান্ত পারফর্ম করেছেন ব্যাট হাতে গোটা সিরিজেই। তানজিদ সিরিজের সর্বাধিক রান সংগ্রাহক। পাঁচ ম্য়াচে ১৬০ রান করেছেন তিনি। গড় ৪০-এর ওপর। তৌহিদ সিরিজের দ্বিতীয় সর্বাধিক রান সংগ্রাহক। তিনি ১৪০ রান করেছিলেন। সিরিজে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ ও মহম্মদ সইফুদ্দিন। দুজনেই আটটি করে উইকেট নিয়েছেন মোট। যদিও এমন ভাল পারফর্ম করার পরও টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে জায়গা হয়নি সইফুদ্দিনের। তবে তরুণ পেসার তানজিম হাসান শাকিব দলে জায়গা করে নিয়েছেন। জিম্বাবোয়ের বিরুদ্ধে শেষ দুটো টি-টোয়েন্টিতে বিশ্রাম দেওয়া হয়েছিল শরিফুল ইসলামকে। তবে তাঁকে বিশ্বকাপের স্কোয়াডে ভাবা হয়েছে।
রিজার্ভ প্লেয়ার হিসেবে আরিফ হোসেন ধ্রুব ও হাসান মাহমুদকে নেওয়া হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য়।
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ঘোষিত বাংলাদেশ দল
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাসকিন আহমেদ (সহ-অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, শাকিব আল হাসান, তৌহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, রিশাদ হোসেন, শেখ মেহদি হাসান, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তনভীর ইসলাম
রিজার্ভ: হাসান মাহমুদ, আফিফ হোসেন
আরও পড়ুন: রোহিত, আগরকর নিতেই চাননি, তবুও কীভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে ঢুকে পড়লেন হার্দিক?