T20 World Cup 2024: T20 বিশ্বকাপে প্রস্তুতি ম্যাচ নেই ভারত-পাকিস্তানের, মেগা ডুয়েল কবে?
Indian Cricket Team: ১ জুন নিজেদের একমাত্র প্রস্তুতি ম্য়াচ খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল।
নয়াদিল্লি: রমরমিয়ে চলছে আইপিএলের আসর। একেবারে 'বিজনেস এন্ড'-এ চলে এসেছে টুর্নামেন্ট। আইপিএলের আসর শেষ হওয়ার পরেও কিন্তু টি-টোয়েন্টি ক্রিকেটের ধামাকা থামবে না। কারণ ২ জুন থেকেই শুরু হয়ে যাচ্ছে টি-টোয়ন্টি বিশ্বকাপের আসর (T20 World Cup 2024)।
মেগা টুর্নামেন্টের আগে প্রস্তুতি ম্যাচের দিনক্ষণও আইসিসির তরফে ঘোষণা করে দেওয়া হয়েছে। ২৭ মে থেকে ১ জুন পর্যন্ত প্রস্তুতি পর্বের ম্যাচগুলি খেলা হবে বলে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার তরফে জানানো হয়েছে। ৯ জুন নিউ ইয়র্কে মেগা টুর্নামেন্টের মঞ্চে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। বিশ্বকাপের আগে ভারতীয় দল (Indian Cricket Team) একটি প্রস্তুতি ম্যাচই খেলবে। ১ জুন পড়শি বাংলাদেশের বিরুদ্ধে নিজেদের একমাত্র প্রস্তুতি ম্য়াচ খেলতে নামবে টিম ইন্ডিয়া। তবে বাবর আজমের নেতৃত্বধীন পাকিস্তান দল (Pakistan Cricket Team) কোনও প্রস্তুতি ম্যাচ না খেলেই নামবে।
🚨 ANNOUNCEMENT
— ICC (@ICC) May 16, 2024
The warm-up matches ahead of the ICC Men's #T20WorldCup 2024 will be played over six days beginning May 27 👀https://t.co/0AqMQGXsNH
টেক্সাস, ফ্লোরিডা, কুইন্স পার্ক ওভাল এবং ত্রিনিদাদ এবং টোবাগোতে ১৬টি প্রস্তুতি ম্যাচ খেলা হবে। ২০টি দলের মধ্যে মোট ১৭টি দল মেগা টুর্নামেন্টের আগে প্রস্তুতি ম্যাচ খেলবে। তবে এদের মধ্যে দক্ষিণ আফ্রিকা অবশ্য় ইন্ট্রা স্কোয়াড ম্যাচ খেলবে। গত বারের থেকে এবারের প্রস্তুতি ম্যাচগুলির ক্ষেত্রে কিছু বদল ঘটানো হয়েছে। দলগুলি নিজেদের ইচ্ছামতো সর্বাধিক দুইটি প্রস্তুতি ম্যাচ খেলতে পারে। সবটাই তারা কখন টুর্নামেন্ট খেলতে পৌঁছবে তার ওপর নির্ভরশীল।
এই প্রস্তুতি ম্যাচগুলি ২০ ওভারেরই হবে। তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচের মর্যাদা পাবে না এগুলি। প্রতিটি দলের ১৫জন সদস্যই এই ম্যাচগুলিতে মাঠে নামতে পারবে। আইসিসির তরফে নির্ধারিত নিয়মবলীতে এমনটাই জানানো হয়েছে। ৩০ মে অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজ়ের প্রস্তুতি ম্যাচ দেখতে সমর্থকরাও মাঠে ভিড় জমাতে পারবেন। পাকিস্তান এবং ইংল্যান্ড বিশ্বকাপের ছিক আগে ৩০ মে পর্যন্ত চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ় খেলবে। তাই বাবরদের পাশাপাশি বাটলারদেরও কোনও প্রস্তুতি ম্যাচ নেই।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: রোহিতদের হেড কোচের ভূমিকায় গম্ভীর! গৌতমকে প্রস্তাব বিসিসিআইয়ের?