Rohit On Hardik: সুপার এইটে বাংলাদেশকে হারিয়ে হার্দিকের প্রশংসায় পঞ্চমুখ ক্যাপ্টেন রোহিত
T20 World Cup 2024:
অ্যান্টিগা: একটা সময় শোনা গিয়েছিল, দুজনের সম্পর্ক এমনই তলানিতে যে, মুখ দেখাদেখি বন্ধ। টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) দল নির্বাচনী বৈঠকের পর এ-ও শোনা গিয়েছিল যে, বিশ্বকাপের দলে নাকি হার্দিক পাণ্ড্যকে (Hardik Pandya) রাখতে চাননি ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) ও প্রধান নির্বাচক অজিত আগরকর।
সেই হার্দিকই শুক্রবার বাংলাদেশের বিরুদ্ধে ভারতের সুপার এইট ম্যাচে জয়ের নায়ক। ব্যাটে ২৭ বলে ঝোড়ো হাফসেঞ্চুরি। বল হাতে এক উইকেট। ম্যাচের সেরা হয়েছেন হার্দিক।
ম্যাচের পর হার্দিকের প্রশংসায় পঞ্চমুখ রোহিত। বলছেন, 'আমি আগের ম্যাচেও বলেছি যে, ওর ব্যাট আমাদের কাছে বাড়তি সম্পদ।ব্যাটিং অর্ডারে প্রথম ৫ ও ৬ নম্বরের পর হার্দিক হার্দিকের মতো খেললে কী করতে পারে সকলে জানি। ও আমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ ক্রিকেটার। ও নিজের খেলাটা খেলতে থাকলে আমরা ভাল জায়গায় থাকব।'
Arshdeep Singh with a wicket! ☝️
— BCCI (@BCCI) June 22, 2024
Virat Kohli with the catch 👍#TeamIndia continue to make merry! 👏 👏
Follow The Match ▶️ https://t.co/QZIdeg3h22#T20WorldCup | #INDvBAN | @arshdeepsinghh | @imVkohli pic.twitter.com/Hug7mFrVrQ
তিনি নিজে শুরুতেই ব্যাটে ঝড় তুলেছিলেন। ১১ বলে ২৩ রান করে ভারতীয় ইনিংসের শুরুটাই করেন থার্ড গিয়ারে। রোহিত বলছেন, 'আমি দীর্ঘদিন ধরেই এ নিয়ে কথা বলছি। মাঠে নেমে কাজে করে দেখানোটাই আসল। সব দিক ভেবেই বলছি আমরা ভাল ক্রিকেট খেলেছি। পরিবেশ ও পরিস্থিতির সঙ্গে দ্রুত মানিয়ে নিয়েছি। এই মাঠে হাওয়াটা একটা ব্যাপার। তবে আমরা স্মার্ট ক্রিকেট খেলেছি।' যোগ করেছেন, 'ব্যাটিং হোক বা বোলিং, ভাল ক্রিকেট খেলেছি। আমাদের আট ব্যাটারকেই নিজেদের ভূমিকা পালন করতে হবে। আমাদের একজন হাফসেঞ্চুরি করল আর আমরা ১৯৬ রান তুলে ফেললাম। টি-২০ ক্রিকেটে আমি বিশ্বাস করি না হাফসেঞ্চুরি বা সেঞ্চুরি করতেই হবে। আসল হল তুমি বোলারদের ওপর কতটা চাপ তৈরি করতে পারছো। আমাদের প্রত্যেক ব্যাটার ক্রিজে গিয়ে প্রথম বল থেকেই আগ্রাসী খেলতে চেয়েছে আর সেটাই আমাদের খেলার ধরন। আমাদের দলে অনেক অভিজ্ঞতা।'
আরও পড়ুন: কার্যত সেমিফাইনালে ভারত, বাংলাদেশের বিদায়ঘণ্টা বাজিয়ে দিলেন হার্দিক-কুলদীপরা
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।