Rohit Sharma: ক্রিজে গেলেই চার-ছক্কার ঝড়, টি-২০ বিশ্বকাপে দেখা যাবে কি রোহিত-প্রলয়? কী বলছে রেকর্ড?
T20 World Cup: নবম টি-২০ বিশ্বকাপে খেলতে নামছেন রোহিত। ইতিমধ্যেই আটটি টি-২০ বিশ্বকাপ খেলে ফেলেছেন। টি-২০ বিশ্বকাপে এখনও পর্যন্ত রোহিতের রেকর্ড কী? কত রান করেছেন ভারতীয় ক্রিকেটের হিটম্যান?
নিউ ইয়র্ক: তিনি শুধু জাতীয় দলের অধিনায়কই নন, টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) ভারতের সাফল্য-ব্যর্থতা অনেকটাই নির্ভর করে রয়েছে ব্যাট হাতে তিনি কী রকম ছন্দে থাকেন, তার ওপর। তিনি রোহিত শর্মা (Rohit Sharma)। বিধ্বংসী ব্যাটিংয়ের জন্য ভক্ত-অনুরাগীরা যাঁকে ভালবেসে ডাকেন হিটম্যান নামে।
শুনলে অবাক হতে পারেন যে, নবম টি-২০ বিশ্বকাপে খেলতে নামছেন রোহিত। ইতিমধ্যেই আটটি টি-২০ বিশ্বকাপ খেলে ফেলেছেন। টি-২০ বিশ্বকাপে এখনও পর্যন্ত রোহিতের রেকর্ড কী? কত রান করেছেন ভারতীয় ক্রিকেটের হিটম্যান? আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজ়ের মাটিতে টুর্নামেন্ট শুরুর প্রাক লগ্নে এক ঝলকে দেখে নেওয়া রোহিতের কীর্তি।
টি-টোয়েন্টি বিশ্বকাপে এখনও পর্যন্ত ৩৯ ম্যাচ খেলেছেন রোহিত। তাতে ৯৬৩ রান করেছেন রোহিত। ৩৪.৩৯ ব্যাটিং গড়ে। তবে আইপিএলে যে রকম চার-ছক্কার ঝড় তুলতে দেখা যায় রোহিতকে, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তার প্রাবল্য কম। টি-২০ বিশ্বকাপেও ভয়ানক হয়ে উঠতে দেখা যায়নি রোহিতকে। পরিসংখ্যান বলছে, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রোহিতের স্ট্রাইক রেট ১৩৯.৯৭। রয়েছে ৫টি সেঞ্চুরি ও ২৯টি হাফসেঞ্চুরি। টি-২০ বিশ্বকাপে সেখানে ১২৭.৮৮ স্ট্রাইক রেটে রান করেছেন রোহিত। সেঞ্চুরি নেই। হাফসেঞ্চুরি ৯টি। সদ্যসমাপ্ত আইপিএলে দেড়শো স্ট্রাইক রেটে রান করেছেন রোহিত। বিশ্বকাপেও সেই ছন্দ ধরে রাখতে চাইবেন।
তবে রোহিতের ঝুলিতে রয়েছে টি-২০ বিশ্বকাপ। ২০০৭ সালে মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে টি-২০ বিশ্বচ্যাম্পিয়ন দলের সদস্য ছিলেন তিনি। সেবার ৪ ম্যাচে ৩ ইনিংসে করেছিলেন ৮৮ রান। সর্বোচ্চ অপরাজিত ৫০ রানের ইনিংস। ২০০৯ সালের টি-২০ বিশ্বকাপে ৫ ম্যাচে ১৩১ রান করেন রোহিত। ২০১০ সালে ৩ ম্যাচে করেন ৮৪ রান। ২০১২ সালের টি-২০ বিশ্বকাপে ৫ ম্যাচে করেছিলেন ৮২ রান। ২০১৪ বিশ্বকাপে ছিলেন দুরন্ত ছন্দে। ৬ ম্যাচে ২০০ রান করেন হিটম্যান। ২০১৬ বিশ্বকাপে ৫ ম্যাচে ৮৮ রান করেন রোহিত। ২০২১ সালে ৫ ম্যাচে ১৭৪ রান করেন। ২০২২ সালে টি-২০ বিশ্বকাপে ৬ ম্যাচে ১১৬ রান করেন তিনি।
টি-২০ বিশ্বকাপে সব মিলিয়ে ৯১টি চার ও ৩৫টি ছক্কা মেরেছেন রোহিত। এবার অধিনায়ক হিসাবে তাঁর কাঁধে দলকে চ্যাম্পিয়ন করার গুরুদায়িত্ব। পারবেন রোহিত?
আরও পড়ুন: চোখধাঁধানো পরিসংখ্যান, কিন্তু ট্রফি জয়ের স্বাদ পাননি, টি-২০ বিশ্বকাপে কোহলির রেকর্ড কী?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।