এক্সপ্লোর
Advertisement
Team India Squad: নিউজিল্যান্ড সফরে ওয়ান ডে-র দলে বাংলার শাহবাজ, নেতৃত্বের দায়িত্বে ধবন-হার্দিক
Team India: অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) ফাইনালের ঠিক পাঁচদিন পরে ভারত-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে। নিউজিল্যান্ডের মাটিতে সেই সিরিজে বিশ্রাম দেওয়া হল রোহিত শর্মাকে।
মুম্বই: অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) ফাইনালের ঠিক পাঁচদিন পরে ভারত-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে। নিউজিল্যান্ডের মাটিতে সেই সিরিজে বিশ্রাম দেওয়া হল রোহিত শর্মাকে। তাঁর পরিবর্তে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন হার্দিক পাণ্ড্য। বিশ্রাম দেওয়া হয়েছে বিরাট কোহলিকেও। দলে নেই দীনেশ কার্তিক। সহ অধিনায়ক করা হয়েছে ঋষভ পন্থকে। সেই সঙ্গে দলে রাখা হয়েছে স্পিডস্টার উমরন মালিককে। টি-টোয়েন্টি বিশ্বকাপের দলেও যাঁকে রাখার জোরাল দাবি উঠেছিল।
টি-টোয়েন্টি সিরিজের পর নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলবে ভারত। সেই সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন শিখর ধবন। সেই দলে রয়েছেন বাংলার অলরাউন্ডার শাহবাজ আমেদ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে যাঁর ওয়ান ডে অভিষেক হয়েছিল। ওয়ান ডে ও টি-টোয়েন্টি, দুই দলেই রাখা হয়েছে শুভমন গিলকে।
এদিনই বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট ও ওয়ান ডে সিরিজের দলও বেছে নিয়েছেন নির্বাচকরা। দুই সিরিজেই অধিনায়ক রোহিত। রয়েছেন কোহলিও। দুই সিরিজের দলে রাখা হয়েছে রবীন্দ্র জাডেজাকে। হাঁটুর অস্ত্রোপচারের পর যিনি প্রত্যাবর্তন ঘটাবেন এই সিরিজেই।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের দল:
হার্দিক পাণ্ড্য (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটকিপার ও সহ অধিনায়ক), শুভমন গিল, ঈশান কিষাণ, দীপক হুডা, সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ার, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, অর্শদীপ সিংহ, হর্ষল পটেল, মহম্মদ সিরাজ, ভুবনেশ্বর কুমার ও উমরন মালিক।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের দল:
শিখর ধবন (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটকিপার ও সহ অধিনায়ক), শুভমন গিল, দীপক হুডা, সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ার, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, শাহবাজ আমেদ, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, অর্শদীপ সিংহ, দীপক চাহার, কুলদীপ সেন ও উমরন মালিক।
বাংলাদেশের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের দল:
রোহিত শর্মা (অধিনায়ক), কে এল রাহুল (সহ অধিনায়ক), শিখর ধবন, বিরাট কোহলি, রজত পাতিদার, শ্রেয়স আইয়ার, রাহুল ত্রিপাঠি, ঋষভ পন্থ (উইকেটকিপার), ঈশান কিষাণ (উইকেটকিপার), রবীন্দ্র জাডেজা, অক্ষর পটেল, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, দীপক চাহার ও যশ দয়াল।
বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজের দল:
রোহিত শর্মা (অধিনায়ক), কে এল রাহুল (সহ অধিনায়ক), শুভমন গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ (উইকেটকিপার), কে এস ভরত (উইকেটকিপার), আর অশ্বিন, রবীন্দ্র জাডেজা, অক্ষর পটেল, কুলদীপ যাদব, শার্দুল ঠাকুর, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ ও উমেশ যাদব।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
স্বাস্থ্য
জেলার
ক্রিকেট
Advertisement