Team India Squad: চোট সারেনি জাডেজার, বাংলাদেশের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে ডাক পেলেন শাহবাজ
IND vs BAN: ৪ ডিসেম্বর থেকে বাংলাদেশের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলতে নামবে ভারতীয় দল।
মুম্বই: ডিসেম্বরেই বাংলাদেশের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান সিরিজ খেলতে নামবে ভারতীয় দল (Indian Cricket Team)। সেই সিরিজের জন্য ভারতীয় দল আগেই ঘোষণা করা হয়েছিল। তবে এবার দলে দুই রদবদল ঘটানো হল। বাংলা টাইগারদের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজে সুযোগ পেলেন কুলদীপ সেন ও বাংলার শাহবাজ আহমেদ (Shahbaz Ahmed)। যশ দয়াল ও রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja) সিরিজ থেকে ছিটকে যাওয়ায় তাঁদের বদলেই দলে ডাক পেলেন শাহবাজরা।
দলে শাহবাজ
বিসিসিআইয়ের তরফে এক বিবৃতিতে জানানো হয়, 'দয়ালের কোমরে সমস্যা রয়েছে এবং সেই কারণেই তিনি এই সিরিজে খেলতে পারবেন না। অপরদিকে জাডেজা এখনও তাঁর হাঁটুর চোট সারিয়ে উঠতে পারেননি। তিনি বিসিসিআইয়ের মেডিক্য়াল দলের তত্ত্বাবধানেই থাকবেন। কুলদীপ এবং শাহবাজ নিউজিল্যান্ডের বিরুদ্ধে অকল্যান্ডে ২৫ নভেম্বর থেকে শুরু হতে চলা ওয়ান ডে সিরিজে ডাক পেয়েছিলেন। তবে তাঁরা বাংলাদেশে সফররত ভারতীয় দলের অংশ হতে চলেছেন। আপাতত নিউজজিল্যান্ড সিরিজের জন্য ওঁদের পরিবর্ত হিসাবে কারুর নাম ঘোষণা করা হয়নি।'
#TeamIndia for Bangladesh ODIs: Rohit Sharma(C), KL Rahul (VC), Shikhar Dhawan, Virat Kohli, Rajat Patidar, Shreyas Iyer, Rahul Tripathi, R Pant (WK), Ishan Kishan (WK), Shahbaz Ahmed, Axar Patel, W Sundar, Shardul Thakur, Mohd. Shami, Mohd. Siraj, Deepak Chahar, Kuldeep Sen.
— BCCI (@BCCI) November 23, 2022
মাস দু'য়েক আগেই সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে শাহবাজ জাতীয় দলের হয়ে নিজের আন্তর্জাতিক অভিষেক ঘটিয়েছিলেন। ঘরোয়া ক্রিকেটে চলতি বিজয় হাজারে ট্রফিতেও শাহবাজ ভাল ফর্মে ছিলেন। তিনি ৪.৮৭ ইকোনমিতে মোট ১১টি উইকেট নিয়েছেন। পাশাপাশি ব্যাট হাতে তিনি দুইটি অর্ধশতরানও করেন।
India A squad for 2nd 4-day game: Abhimanyu Easwaran (C), Rohan Kunnummal, Yashasvi Jaiswal, Yash Dhull, Sarfaraz Khan, Tilak Varma,Upendra Yadav (wk), Saurabh Kumar, Rahul Chahar, Jayant Yadav, Mukesh Kumar, Navdeep Saini, Atit Sheth, Cheteshwar Pujara, Umesh Yadav,KS Bharat(wk)
— BCCI (@BCCI) November 23, 2022
বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় 'এ' দলও ঘোষিত হয়েছে। দুইটি চারদিনের ম্যাচে দলের অধিনায়কত্ব করবেন অভিমন্যু ঈশ্বরণ। দলে ডাক পেয়েছেন বাংলার মুকেশ কুমারও। আছেন চেতেশ্বর পূজারা, উমেশ যাদবরাও। তবে পূজারা এবং উমেশ উভয়ই স্রেফ দ্বিতীয় চার দিনের ম্যাচেই মাঠে নামবেন।
আরও পড়ুন: মুম্বই জিততেই স্বপ্নভঙ্গ, বিজয় হাজারে ট্রফি থেকেও শূন্য হাতে ফিরছে বাংলা