Afghanistan Earthquake: দৃষ্টান্ত আফগানিস্তান ক্রিকেটারদের, ভূমিকম্প বিধ্বস্তদের বাঁচাতে ম্য়াচ ফি দান করলেন
Afghanistan Cricket Team: রবিবার ছিল আফগানিস্তানের কাছে অভিশপ্ত একদিন। ভয়ঙ্কর ভূমিকম্পে তছনছ আফগানিস্তান। পাশে ক্রিকেটারেরা।

কাবুল: রবিবার ছিল আফগানিস্তানের কাছে অভিশপ্ত একদিন। ভয়ঙ্কর ভূমিকম্পে তছনছ আফগানিস্তান। আফগানিস্তানে রাত ১১:৪৭ মিনিটে ভূমিকম্পের জোরাল কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ৬ মাপা হয়েছে। এই ভূমিকম্প আফগানিস্তানে ধ্বংসলীলা ঘটিয়েছে। আজ সোমবার, ১লা সেপ্টেম্বরও ৪.৬ তীব্রতার ভূমিকম্প হয়। আফগানিস্তানে হওয়া এই ভূমিকম্পে ৮০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। ২৫০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। এমন পরিস্থিতিতে, আফগানিস্তান ক্রিকেট বোর্ড তাদের দেশের মানুষের সাহায্য করার জন্য এগিয়ে এসেছে। দেশে হওয়া এই ধ্বংসযজ্ঞ থেকে মানুষদের উদ্ধারের জন্য খরচ হিসাবে আফগানিস্তান দল তাদের ম্যাচ ফি ত্রাণ তহবিলে দেওয়ার কথা ঘোষণা করেছে।
আফগানিস্তান ক্রিকেট বোর্ড ম্যাচের পুরো বেতন দেবে
আফগানিস্তানের ক্রিকেট দল এশিয়া কাপের আগে সংযুক্ত আরব আমিরশাহি (UAE) এবং পাকিস্তানের সঙ্গে মরুদেশে একটি ত্রিদেশীয় টি-২০ সিরিজ খেলছে। এশিয়া কাপের প্রস্তুতি ধরা হচ্ছে যে সিরিজকে। এই সিরিজের তৃতীয় ম্যাচটি ১লা সেপ্টেম্বর খেলা হচ্ছে। এই ম্যাচের আগে আফগান আটলান-এর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি পোস্ট শেয়ার করা হয়েছে। সেই পোস্টে জানানো হয়েছে যে, আফগানিস্তান দল সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে তাদের এই ম্যাচের তাদের পুরো ম্যাচ ফি-ই কুনারে হওয়া ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত পরিবারদের সহায়তার জন্য দেবে।
আফগানিস্তান ক্রিকেট বোর্ড আরও ঘোষণা করেছে যে, পূর্ব আফগানিস্তানের শহর খোস্তে চলতি আঞ্চলিক লিস্ট এ টুর্নামেন্ট খেলোয়াড়রাও আগামীকাল ২রা সেপ্টেম্বর তাদের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেবেন।
View this post on Instagram
আফগানিস্তান-সংযুক্ত আরব আমিরশাহি ম্যাচের আগে ২ মিনিটের নীরবতা
আফগানিস্তানের কুনারে হওয়া ভূমিকম্পের ধ্বংসযজ্ঞ পুরো বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। আফগানিস্তান এবং সংযুক্ত আরব আমিরশাহি দল সোমবারের টি-২০ ম্যাচের আগে এই ভূমিকম্পে নিহতদের স্মরণে ২ মিনিটের নীরবতা পালন করে।
AfghanAtalan Stand in Solidarity with Earthquake Victims in Kunar
— Afghanistan Cricket Board (@ACBofficials) September 1, 2025
Ahead of their match against the UAE, AfghanAtalan observed a minute of silence and recited Fatiha in memory of the victims of the devastating earthquake that struck Kunar province in eastern Afghanistan.
Kunar,… pic.twitter.com/MWrU4jCiGq




















