IND vs SA 2nd T20I: বরুণের ৫ উইকেটেও লাভ হল না, স্টাবস-কোয়েৎজ়ার দৌলতে ৩ উইকেট জয় প্রোটিয়াদের
Varun Chakravarthy: মাত্র ১৭ রানের বিনিময়ে পাঁচ উইকেটে নিয়েও পরাজিত হয়ে ইতিহাস গড়লেন বরুণ চক্রবর্তী। পূর্ণ সদস্যের কোনও দলের কোনও বোলার এমন বোলিং করার পর হারতে হয়নি তাঁর দলকে।
গকেবেরহা: স্পিনারদের দুরন্ত বোলিংয়ে লাভের লাভ কিছুই হল না। ভারত বনাম দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় টি-টোয়েন্টিতে (IND vs SA 2nd T20I) বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy) পাঁচটি উইকেট নিয়ে টিম জয়ের আশা জাগিয়ে ছিলেন। তবে জেরাল্ড কোয়েৎজ়া ও ট্রিস্টান স্টাবসের দুরন্ত পার্টনারশিপে এক ওভার বাকি থাকতেই শেষমেশ তিন উইকেটে ম্যাচ জিতে নিল দক্ষিণ আফ্রিকা। চার ম্য়াচের সিরিজ়ও ১-১ করে ফেলল প্রোটিয়ারা।
হাতে ছিল মাত্র ১২৫ রানের পুঁজি। খুব একটা বেশি নয়। সেই নিয়েই লড়াই করল ভারতীয় দল। তবে ফাস্ট বোলারদের ব্যর্থতার জেরেই কি ডুবতে হল টিম ইন্ডিয়াকে? পরিসংখ্যান অন্তত এমনটাই বলছে। ভারতীয় দলের স্পিনাররা যেখানে নয় ওভারে মাত্র ৪.৪৪ রান প্রতি ওভারে ৪০ রানের বিনিময়ে ছয় উইকেট নিল, সেখানে ফাস্ট বোলাররা ১০ ওভারে ৮৬ রান খরচ করেন। একটিমাত্র উইকেট আসে অর্শদীপ সিংহের ভাগ্যে।
Tristan Stubbs and Gerald Coetzee hold their nerves as South Africa draw level in the series 🌟#SAvIND: https://t.co/35s21x5Ksa pic.twitter.com/kaVNypTYSA
— ICC (@ICC) November 10, 2024
গত ম্যাচে বিষ্ণোই ও বরুণ মিলে দক্ষিণ আফ্রিকার ব্যাটিংয়ে ধস নামান। এদিন বল হাতে নিয়ে ফের একবার বরুণ একই কাজ করেন। একে একে তাঁর ভেল্কিতে নাস্তানাবুদ হয়েই সাজঘরে ফেরেন প্রোটিয়া ব্যাটাররা। পরপর বলে দক্ষিণ আফ্রিকার মিডল অর্ডারের দুই ভরসা মিলার ও ক্লাসেনকে সাজঘরে ফেরান বরুণ। এরপর বিষ্ণোই যখন সিমিলানেকে সাজঘরে ফেরান, তখন স্কোর ৮৬-৭। দুরন্ত জয়ের আশা দেখছিল ভারত। তবে হল না। ঠান্ডা মাথা ও দুরন্ত হিটিংয়ে ম্যাচ বের করে নিয়ে গেলেন স্টাবস ও কোয়েৎজ়া। তাঁদের পার্টনারশিপই জয় এনে দিল দক্ষিণ আফ্রিকাকে।
অপরদিকে মাত্র ১৭ রানের বিনিময়ে পাঁচ উইকেটে নিয়েও পরাজিত হয়ে ইতিহাস গড়লেন বরুণ চক্রবর্তী। পূর্ণ সদস্যের কোনও দলের কোনও বোলার এমন বোলিং করার পর হারতে হয়নি তাঁর দলকে। মুস্তাফিজুর রহমানের ২২ রানের বিনিময়ে পাঁচ উইকেট নিয়েও পরাজিত দলের সদস্য হওয়ার রেকর্ড ভাঙলেন বরুণ।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জলঘোলা অব্যাহত, বিসিসিআইয়ের বিরুদ্ধে আদালতে যাচ্ছে পিসিবি?