Venkatesh Iyer: আইপিএলে কেকেআরের সবচেয়ে দামি ক্রিকেটার, পেলেন ডক্টরেট ডিগ্রি
IPL 2025: শেষ পর্যন্ত নিলাম থেকে বেঙ্কিকে ফের দলে নিয়েছে কেকেআর। এবং রেকর্ড দামে। রেকর্ড এই কারণে যে, আগামী আইপিএলে কেকেআরের সবচেয়ে দামি ক্রিকেটার বেঙ্কটেশ আইয়ারই।
ইনদওর: তাঁকে রিটেন করেনি কলকাতা নাইট রাইডার্স (KKR)। গত আইপিএলে (IPL) কেকেআরের চ্যাম্পিয়ন হওয়ার নেপথ্যে অন্যতম কারিগর। তবু বেঙ্কটেশ আইয়ারকে কেকেআর রিটেন না করায় ভ্রু কুঁচকেছিলেন অনেকেই।
শেষ পর্যন্ত নিলাম থেকে বেঙ্কিকে ফের দলে নিয়েছে কেকেআর। এবং রেকর্ড দামে। রেকর্ড এই কারণে যে, আগামী আইপিএলে কেকেআরের সবচেয়ে দামি ক্রিকেটার বেঙ্কটেশ আইয়ারই। সব মিলিয়ে আইপিএল নিলামে তৃতীয় সর্বোচ্চ দর পেয়েছেন তিনি।
তবে আইপিএল নিলামের পরই আরও এক বড় খবর দিলেন বেঙ্কি। ক্রিকেট খেললেও পড়াশোনাকে তিনি যে ভীষণ গুরুত্ব দেন, বেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer) তা সাফ জানিয়ে দিলেন। এবার বড় একটি ডিগ্রিও অর্জন করে ফেললেন।
কেকেআর তারকার মতে, জীবনে উন্নতি করতে গেলে শিক্ষা খুবই জরুরি। তিনি জানিয়েছেন, এমনকী, ক্রিকেট মাঠেও সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে শিক্ষা। সেই জন্যই খেলার পাশাপাশি নতুন ডিগ্রি অর্জনের জন্য পড়াশোনা করছেন বেঙ্কি।
আইপিএল নিলামে ২৩ কোটি ৭৫ লক্ষ টাকা দাম পেয়েছেন মধ্যপ্রদেশের তারকা ব্যাটার। পুরনো দল কলকাতা নাইট রাইডার্সেই ফিরেছেন তিনি। নিলামে আকাশছোঁয়া দর পাওয়ার পরে একটি সাক্ষাৎকারে মধ্য প্রদেশের ক্রিকেটার জানান, খুব তাড়াতাড়িই নতুন ডিগ্রি পাবেন তিনি। আইপিএলের আগেই হয়তো বেঙ্কটেশের নামের সঙ্গে জুড়ে যাবে নতুন ডক্টরেট ডিগ্রি।
আরও পড়ুন: ব্যাটে-বলে ফের প্রতিপক্ষের ত্রাস, হার্দিক-ক্রুণালদের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালেও খেলবেন শামি
ক্রিকেটের পাশাপাশি পড়াশোনাও সমান তালে চালিয়ে গিয়েছেন পিএইচডি। দীর্ঘ পরিশ্রমের পরে অবশেষে 'ডক্টর' উপাধি বসতে চলেছে বেঙ্কটেশের নামের আগে। মজা করে তিনি বলেছেন, "এরপর থেকে ডক্টর বেঙ্কটেশ আইয়ার বলতে হবে আমাকে।"
ক্রিকেটার হলেও পড়াশোনাতে বরাবরই যথেষ্ট ভাল বেঙ্কটেশ। ২০১৮ সালে তিনি এমবিএ পাশ করেন। ডেলয়েটের মতো নামী সংস্থার চাকরির প্রস্তাবও ছিল তাঁর কাছে। কিন্তু বেঙ্গালুরুতে গিয়ে চাকরি না করে ইনদওরে থেকে যান বেঙ্কটেশ। মধ্য প্রদেশের হয়ে নিয়মিত খেলতে খেলতে কেকেআরে সুযোগ মেলে। তার পর থেকেই ধারাবাহিক পারফরম্যান্স। আর পিছনে ফিরে তাকাতে হয়নি।
আরও পড়ুন: হারের ধাক্কা, বিশ্রামের ভাবনা বাতিল করে অভিশপ্ত মাঠেই প্র্যাক্টিসে নেমে পড়ছেন রোহিতরা
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।