Vijay Hazare Trophy: প্রদীপ্ত-সায়নের দুরন্ত লড়াইয়ে বিজয় হাজারে ট্রফিতে রুদ্ধশ্বাস ম্যাচে কেরলকে হারাল বাংলা
Bengal vs Kerala: হায়দরাবাদে প্রথমে ব্যাট করে প্রদীপ্তর ৭৪ রানের লড়াকু ইনিংসের সুবাদে বাংলা নির্ধারিত ৫০ ওভারে তোলে ২০৬/৯। জবাবে ব্যাট করতে নেমে ৪৬.৫ ওভারে ১৮২ রানে অল আউট হয়ে যায় কেরল।
কলকাতা: সীমিত ওভারের ক্রিকেটে বাংলার দাপট চলছে। বিজয় হাজারে ট্রফিতে (Vijay Hazare Trophy) হার্দিক ও ক্রুণাল পাণ্ড্যদের বঢোদরাকে হারিয়েছিল কোচ লক্ষ্মীরতন শুক্লর প্রশিক্ষণাধীন দল। বর্ষশেষে কেরলকেও রুদ্ধশ্বাস লড়াইয়ে হারিয়ে দিল বাংলা। যে জয়ের নায়ক প্রদীপ্ত প্রামাণিক ও সায়ন ঘোষ।
হায়দরাবাদে প্রথমে ব্যাট করে প্রদীপ্তর ৭৪ রানের লড়াকু ইনিংসের সুবাদে বাংলা নির্ধারিত ৫০ ওভারে তোলে ২০৬/৯। প্রদীপ্ত ছাড়াও ব্যাট হাতে সফল কণিষ্ক শেঠ (৩২ রান), কৌশিক মাইতি (২৭ রান) ও সুমন্ত গুপ্ত (২৪ রান)। জবাবে ব্যাট করতে নেমে ৪৬.৫ ওভারে ১৮২ রানে অল আউট হয়ে যায় কেরল। ডানহাতি জোরে বোলার সায়ন ঘোষ ৩৩ রানে ৫ উইকেট নেন। ২৪ রানে ম্যাচ জিতে নক আউট পর্বে ওঠার দৌড়ে রইল সুদীপ কুমার ঘরামির বাংলা।
এই জয়ের ফলে ৪ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে গ্রুপ ই-র শীর্ষে উঠে এল বাংলা। টুর্নামেন্টে এখনও পর্যন্ত অপরাজিত বাংলা। তিনটি ম্যাচ জিতেছে তারা, ত্রিপুরার বিরুদ্ধে ম্যাচ বৃষ্টিতে অমীমাংসিত ছিল।
ব্যাটে রান করার পাশাপাশি বল হাতেও জ্বলে উঠলেন প্রদীপ্ত। ৩৫ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন তিনি। কৌশিক মাইতি ও মুকেশ কুমারও নিয়েছেন ২টি করে উইকেট।
টস জিতে বাংলাকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিল কেরল। তবে শুরুতেই ব্য়াটিং বিপর্যয়ের মুখে পড়ে বাংলা। অধিনায়ক সুদীপ ঘরামি ও অভিষেক পোড়েল - বাংলার দুই ওপেনারই বড় রান পাননি। মাত্র ৪ রান করে ফেরেন সুদীপ। অভিষেকের অবদান মাত্র ৮ রান। অভিজ্ঞ সুদীপ চট্টোপাধ্যায় (১৩) ও অনুষ্টুপ মজুমদারও (৯) সেভাবে রান পাননি। ১১.৪ ওভারে ৪৬/৪ হয়ে যায় বাংলার স্কোর।
এরপরই রুখে দাঁড়ান কণিষ্ক ও সুমন্ত। তবু বাংলার রান ভদ্রস্থ জায়গায় পৌঁছত না, যদি না আট নম্বরে ব্যাট করতে নেমে ৮২ বলে অপরাজিত ৭৪ রানের দুরন্ত ইনিংস খেলতেন প্রদীপ্ত।
ব্যাট করতে নেমে কেরলের শুরুটা ভাল হয়। ৭.২ ওভারে ৩৫ রান তুলে ফেলে তারা। তারপরই প্রত্যাঘাত বাংলার। নাটকীয় ম্যাচ জিতে নেয় তারা।
আরও পড়ুন: যশস্বীকে ভুল আউট দিয়ে কি ভারতকে হারিয়ে দিলেন বাংলাদেশের আম্পায়ার? শরফুদ্দৌলাকে নিয়ে তোলপাড়
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।