Vijay Hazare Trophy: শেষ মুহূর্তে বদলে গেল ভেন্যু, চিন্নাস্বামীতে হবে না বিরাট, ঋষভদের বিজয় হাজারে ট্রফির ম্যাচ
Virat Kohli: চিন্নাস্বামীর বদলে আলুরে বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সিলেন্সে দিল্লির ম্যাচগুলি খেলা হবে।

নয়াদিল্লি: বুধবার থেকেই শুরু হতে চলেছে বিজয় হাজারে ট্রফি (Vijay Hazare Trophy)। এই টুর্নামেন্টে রোহিত শর্মা, বিরাট কোহলি (Virat Kohli), শুভমন গিল থেকে মহম্মদ শামি, একাধিক হাইপ্রোফাইল ক্রিকেটার খেলতে চলেছেন। প্রায় দেড় দশক পরে বিজয় হাজারেতে দিল্লির হয়ে খেলতে নামবেন কোহলি। দিল্লি দলের নেতৃত্বে আবার ঋষভ পন্থ। সেই দিল্লির দলের ম্যাচের ভেন্যুই একেবারে শেষবেলায় বদলে গেল।
কথা ছিল কোহলির পছন্দের এম চিন্নাস্বামী স্টেডিয়ামেই দিল্লির বিজয় হাজারে ট্রফির ম্যাচগুলি আয়োজিত হবে। তবে একেবারে শেষবেলায় কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয় ম্যাচগুলি স্থানান্তরিত করা হচ্ছে। আলুরে বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সিলেন্সের মাঠে দিল্লির ম্যাচগুলি আয়োজিত হবে। তবে শুধু দিল্লির ম্যাচগুলিই নয়, চিন্নাস্বামীতে আয়োজিত সব ম্য়াচগুলিই সেন্টার অফ এক্সিলেন্সের মাঠগুলিতে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের অনুরোধে সোমবার কর্ণাটক পুলিশ, ফায়ার সেফটি আধিকারিক এবং পূর্ত দফতরের আধিকারিকরা চিন্নাস্বামী স্টেডিয়ামের পরিস্থিতি খতিয়ে দেখতে আসেন। আজই এই বিষয়ে সরকারিভাবে রিপোর্ট পেশ করার কথা ছিল। সেইমতোই কর্ণাটকের গৃহ মন্ত্রালয় মঙ্গলবার রিপোর্ট পেশ করে। সেই রিপোর্টেই নিরাপত্তার অভাবের বিষয়টি বলা হয়েছে।
বেঙ্গালুুরুর পুলিশ কমিশনার শীমন্ত কুমার সিংহ এই বিষয়ে জানান, 'গৃহ মন্ত্রালয়ের নির্দেশ অনুসারে কমিটিটি গতকাল মাঠে গিয়েছিল। দমকল, পিডব্লুডি, স্বাস্থ্য, পুলিশের মতো বিভিন্ন বিভাগের আধিকারিকরা এই কমিটিতে ছিলেন। তারা কালকের ওই ম্যাচ আয়োজনের জন্য অনুমতি দেননি।'
নিরাপত্তাজনিত কারণেই ম্যাচ স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়। এই ম্যাচগুলির শহরের কেন্দ্র থেকে দূরে বন্ধ দরজার পিছনে খেলা হবে যাতে সমর্থকরা কোনওভাবেই ভিড় জমাতে না পারেন। জুন মাসে আরিসিবির আইপিএল জয়ের পর বিজয়োৎসবে একাধিক মানুষ চিন্নাস্বামীর বাইরে পদপিষ্ট হয়ে মারা যান। তারপর থেকে চিন্নাস্বামীতে আর কোনও বড় স্তরের ম্যাচ খেলা হয়নি।
সদ্যই বেঙ্কটেশ প্রসাদ কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি নির্বাচিত হন। কর্ণাটক সরকারের তরফে আগেই বলা হয়েছিল তাঁরা চিন্নাস্বামীতেই আইপিএলের ম্যাচ করাতে বদ্ধপরিকর। বিজয় হাজারে ট্রফির মাধ্যমেই চিন্নাস্বামীতে ক্রিকেটের প্রত্যাবর্তনের কথা ছিল। আইপিএল আয়োজনের পথেও এটি বড় ধাপ হত। তবে রিপোর্ট অনুযায়ী নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য যা যা বলা হয়েছিল, তার পুরোটা স্টেডিয়াম কর্তৃপক্ষ করেনি। ফলে ম্যাচ আয়োজনের অনুমতি দেওয়া হচ্ছে না।




















