Champions Trophy 2025: বিশ্ব ক্রিকেটে তিনিই হবেন প্রথম, পাকিস্তান ম্য়াচেই কি নতুন মাইলস্টোন স্পর্শ করবেন বিরাট?
Virat Kohli Record: এই মুহূর্তে বর্ডার গাওস্কর ট্রফি খেলছেন কোহলি। এই সিরিজের পরই ইংল্যান্ডের বিরুদ্ধে আগামী ২২ জানুয়ারি থেকে শুরু হতে চলা টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত।
মুম্বই: চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাকিস্তান দ্বৈরথ নিয় এখন থেকেই দামামা বেজে গিয়েছে। ২ চিরপ্রতিদ্বন্দ্বী দেশের মহারণ মানেই টুকরো টুকরো ডুয়েল দেখার অপেক্ষা। আর ২২ গজের এমন লড়াইয়ে বিরাট কোহলিকে নিয়ে আলাদা করে চর্চা হবে না, তা আবার হয় নাকি। কিং কোহলিও পাকিস্তানের বিরুদ্ধে ম্য়াচেই নতুন মাইলস্টোন গড়ার সামনে দাঁড়িয়ে আছেন।
এই মুহূর্তে বর্ডার গাওস্কর ট্রফি খেলছেন কোহলি। এই সিরিজের পরই ইংল্যান্ডের বিরুদ্ধে আগামী ২২ জানুয়ারি থেকে শুরু হতে চলা টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। কোহলি টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই এই ফর্ম্য়াট থেকে অবসর নিয়েছেন। তাঁকে তাকে দেখা যাবে না পাঁচ ম্যাচের টি-টোয়েন্ট সিরিজে। কিন্তু এরপরই তিন ম্য়াচের ওয়ান ডে সিরিজ রয়েছে। সেই সিরিজ শুরু হবে ২ ফেব্রুয়ারি থেকে। তিনটি ওয়ান ডে ম্য়াচেই কোহলি যদি খেলেন, তবে তাঁর ওয়ান ডে ম্য়াচের সংখ্যা দাঁড়াবে ২৯৮ এ। এরপরই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে ভারতীয় দল। সেখানে বাংলাদেশের বিরুদ্ধে হয়ত প্রথম ম্য়াচ ভারতের। আগামী ২০ ফেব্রুয়ারি সেই ম্য়াচটি হবে বিরাটের ২৯৯ তম ওয়ান ডে ম্য়াচ। আর ২৩ ফেব্রুয়ারি পাকিস্তানের বিরদ্ধে হাইভোল্টেজ ম্য়াচটিই হতে চলেছে বিরাটের ৩০০ তম ওয়ান ডে ম্য়াচ।
সেক্ষেত্রে বিরাটই হবেন বিশ্বের প্রথম ক্রিকেটার যিনি ৩০০ ওয়ান ডে, ১০০ টেস্ট ও ১০০ টি-টোয়েন্টি ম্য়াচ খেলছেন। ২০০৮ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে-তে অভিষেক হয়েছিল বিরাটের। ২০১০ সালের মধ্যেই ভারতীয় ক্রিকেটের অন্যতম প্রতিভাবান প্লেয়ার হিসেবে নিজেকে তুলে ধরেন। জিম্বাবোয়ের বিরুদ্ধে সেই বছর হারারেতে টি-টোয়েন্টিতে অভিষেক হয়। তার পরের বছরই অর্থাৎ ২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট অভিষেক। ওয়ান ডে ফর্ম্য়াটে সবচেয়ে বেশি সফল বিরাট। এখনও পর্যন্ত তিনি ১৩,৯০৬ রান করেছেন। দ্রুত ১৪ হাজার রানের মাইলস্টোন স্পর্শ করে ফেলবেন হয়ত প্রাক্তন ভারত অধিনায়ক। ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন সরিজেই সুযোগ থাকছে। সেক্ষেত্রে সচিন, তেন্ডুলকর ও কুমার সাঙ্গাকারার পর তৃতীয় ব্যাটার হিসেবে ওয়ান ডে ফর্ম্য়াটে বিশ্বক্রিকেটে ১৪ হাজার রান করার নজির গড়বেন কোহলি।
এদিকে, মেলবোর্ন টেস্টের প্রথম দিনেই বিতর্কে কিং কোহলি। স্যাম কনসটাসের সঙ্গে ধাক্কাধাক্কিতে জড়িয়ে শাস্তি পেলেন বিরাট। কোহলির ম্যাচ থেকে প্রাপ্ত বেতনের ২০ শতাংশ তো কাটা গেলই, পাশাপাশি তাঁকে এক ডিমেরিট পয়েন্টও দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি, এমনটাই একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছে।