IND vs SA: বল হাতে কুলদীপ, কৃষ্ণ, ব্যাটে যশস্বীর শতরানের পাশাপাশি রো-কোর দৌরাত্ম্যে সিরিজ় জিতল ভারত
India vs South Africa: বিশাখাপত্তনমে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৬১ বল বাকি থাকতে নয় উইকেটে ম্য়াচ জিতল ভারত।

বিশাখাপত্তনম: সামনে ছিল ২৭১ রানের লক্ষ্য। বর্তমান যুগের ওয়ান ডে ক্রিকেটে খুব একটা কঠিন নয়। তবে বিশাখাপত্তনমে রো-কো এবং যশস্বীর ব্যাটিং দৌরাত্ম্যে দক্ষিণ আফ্রিকাকে হেলায় হারাল ভারত। ১০ ওভার ১ বল বাকি থাকতে নয় উইকেটে ম্যাচ এবং সিরিজ় জিতল টিম ইন্ডিয়া। রোহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলি (Virat Kohli) অর্ধশতরান হাঁকালেন, আর যশস্বী জয়ওয়ালের (Yashasvi Jaiswal) ব্যাট থেকে এল কেরিয়ারের প্রথম ওয়ান ডে সেঞ্চুরি। তবে দলের হয়ে জয়ের ভিতটা গড়েছিলেন বোলাররাই। প্রসিদ্ধ কৃষ্ণ (Kuldeep Yadav) এবং কুলদীপ যাদব (Prasidh Krishna) চারটি করে উইকেট নেন।
এদিন ব্যাট করতে নেমে শুরু থেকেই দুরন্ত ছন্দে দেখাচ্ছিল রোহিত শর্মাকে। তিনি বেশ ভাল ফর্মেই রয়েছেন। তবে যশস্বী এই ম্যাচের আগে পর্যন্ত নিজের সুযোগ কাজে লাগাতে পারেননি। সেই সুযোগটা আজ কোনওমতে যেন হাতছাড়া হতে দিতে রাজি ছিলেন না যশস্বী। রোহিত নিজের ছন্দেই ব্যাটিং করলেও, যশস্বী শুরুটা খানিকটা দেখেশুনেই করেন। ১০ ওভার সম্পূর্ণ হওয়ার ঠিক পরের বলেই দুই ভারতীয় ওপেনার দলকে ৫০ রানের গণ্ডি পার করান। তারপরে নিজেরাও ব্যক্তিগত অর্ধশতরানের গণ্ডি পার করেন। রোহিত মাত্র ৫৪ বলে অর্ধশতরান করলেও, যশস্বী হাফসেঞ্চুরি করতে নেন ৭৫ বল।
তবে রোহিতের উইকেট তড়তড়িয়ে এগিয়ে চলা ভারতীয় গাড়িকে খানিকটা স্পিড ব্রেকার হিসাবেই থামায়। কেশব মহারাজের বলে বড় শট মারতে গিয়ে ব্যাটে বলে তাঁর সঠিক সংযোগ হয়নি। শেষমেশ ৭৫ রানে তাঁকে ফিরতে হয়। রোহিত আউট হওয়ার পর প্রবল জনগর্জনের মাঝে মাঠে প্রবেশ করেন কোহলি। দেখে মনে হচ্ছিল তিনি যেন একদম সাজঘর থেকেই সেট হয়ে এসেছেন। এসেই বেশ চোখধাঁধানো কয়েকটি শট মারেন 'কিং কোহলি'। অপরদিকে, যশস্বীও ১১১ বলে শতরান পূরণ করে ফেলেন। মাত্র সপ্তম ভারতীয় ব্যাটার হিসাবে তিন ফর্ম্যাটেই শতরান করলেন যশস্বী।
এর আগে প্রথম ইনিংসে ভারতীয় বোলারদের এমন আক্রমণাত্মক মেজাজে মাঠের বাইরে ওড়াচ্ছিলেন কুইন্টন ডি'কক যে, বলাবলি হচ্ছিল, দক্ষিণ আফ্রিকার তিনশো পেরনো সময়ে অপেক্ষা। স্কোর সাড়ে তিনশো পেরবে কি না, তা নিয়েও জোর চর্চা চলছিল।
ভারতের দু'শো রানের গণ্ডি পার করার পরে যেন রান করার গতি আরও বেড়ে যায়। কোহলি একের পর এক বড় শট মেরে অতীতের স্মৃতিতে দর্শকদের ডুব দিতে বাধ্য করেন। তিনি মাত্র ৪০ বলে অর্ধশতরানও করে ফেলেন। শেষমেশ এঁরাই দলকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন। সেখান থেকেই দক্ষিণ আফ্রিকা ইনিংসকে হ্যাঁচকা টানে থামালেন ভারতীয় বোলাররা। যে প্রত্যাঘাতে নেতৃত্ব দিলেন কুলদীপ যাদব। চায়নাম্যান স্পিনারের ঘূর্ণিজাল ভেদ করতে পারল না দক্ষিণ আফ্রিকা। ৪৭.৫ ওভারে ২৭০ রানে অল আউট হয়ে যায় তাঁরা।
কুলদীপের বোলিং পরিসংখ্যান? ১০-১-৪১-৪। ১০ ওভারে মাত্র ৪১ রান খরচ করে চার উইকেট। কুইন্টন ডি'ককের ৮৯ বলে ১০৬ রানের ঝোড়ো ইনিংসের সুবাদে একটা সময় যেখানে অন্তত তিনশো কুড়ি বোর্ডে তোলার দিকে এগোচ্ছিল দক্ষিণ আফ্রিকা, সেই ইনিংসই শেষ পর্যন্ত আটকে গেল ২৭০ রানে। তাও ১৩ বল বাকি থাকতেই অল আউট হল তারা।




















