Manmohan Singh Death: প্রয়াত মনমোহন সিংহ, শোকস্তব্ধ হরভজন, সহবাগ, যুবরাজরা, কী লিখলেন সোশ্যাল মিডিয়ায়?
Former Prime Minister Manmohan Sigh: গুরুতর অসুস্থ হয়ে দিল্লির এইমসে ভর্তি করা হয়েছিল মনমোহন সিংহকে। শ্বাসকষ্টজনিত কারণে হাসপাতালে ভর্তি করা হয় ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রীকে।
নয়াদিল্লি: একটি যুগের অবসান। বৃহস্পতিবার রাতে প্রয়াত হলেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ (Manmohan Singh)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। গুরুতর অসুস্থ হয়ে দিল্লির এইমসে ভর্তি করা হয়েছিল মনমোহন সিংহকে। শ্বাসকষ্টজনিত কারণে হাসপাতালে ভর্তি করা হয় ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রীকে।
২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিংহ। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ খেলার ময়দানও। হরভজন সিংহ থেকে শুরু করে বীরেন্দ্র সহবাগ, শোকবার্তা জানিয়েছেন তারকারা। ভাজ্জি এক্স হ্যান্ডলে লিখেছেন, 'প্রাক্তন প্রধানমন্ত্রীর আচমকা প্রয়াণের খবর শুনে মন ভারাক্রান্ত। একজন আদ্যোপান্ত ভাল মানুষ, দূরদর্শি নেতা, ডক্টর মনমোহিন সিংহের বিশেষত্বই হল চাপের মুখেও তাঁর ধীর স্থির নেতৃত্ব দেওয়ার দক্ষতা। জটিল রাজনৈতিক সমীকরণও সামলাতে দক্ষ ছিলেন। দেশ ডাক্তার সাহেবকে মনে রাখবে।'
Saddened by the news of sudden demise of former Prime Minister, a thorough gentleman, and a visionary leader, Dr. Manmohan Singh Ji 💔💔What truly set him apart was his calm and steady leadership in times of crisis, his ability to navigate complex political landscapes, and his… pic.twitter.com/WKbjrnADJQ
— Harbhajan Turbanator (@harbhajan_singh) December 26, 2024
যুবরাজের এক্স, 'ডক্টর মনমোহন সিংহজির মৃত্যুর খবর পেলাম। দূরদর্শি নেতা। আদ্যোপান্ত রাজনীতিবিদ যিনি ভারতের উন্নয়নের জন্য অক্লান্ত পরিশ্রম করে গিয়েছেন। ওঁর জ্ঞান ও মানবিকতা সব সময় স্মরণীয় হয়ে থাকবে। ওঁর প্রিয় সকলের জন্য রইল সমবেদনা।'
Sad news of the passing of Dr. Manmohan Singh Ji. A visionary leader and a true statesman who worked tirelessly for India’s progress. His wisdom and humility will always be remembered. My heartfelt condolences to his loved ones. 🙏 #ManmohanSingh ji
— Yuvraj Singh (@YUVSTRONG12) December 26, 2024
বীরেন্দ্র সহবাগের পোস্ট, 'দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহজির প্রয়াণে গভীরভাবে মর্মাহত। ওঁর আত্মার শান্তি কামনা করি।'
My heartfelt condolences on the passing away of our former Prime Minister Shri Manmohan Singh ji.
— Virender Sehwag (@virendersehwag) December 26, 2024
Om Shanti 🙏🏼 pic.twitter.com/uPkmiCm5C4
India has lost a true statesman today. Dr. Manmohan Singh was a visionary leader, economist, and a gentleman who served the nation with humility and dedication. My heartfelt condolences to his family and loved ones.
আরও পড়ুন: 'এদের সঙ্গে হেসে কথা বলিস না', কোহলির বার্তা ভাইরাল, যশস্বীকে ধমক রোহিতের
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।