India vs New Zealand: বেঙ্গালুরুতে কিউয়িদের বিরুদ্ধে পরাজয়ের পরেই ভারতীয় দলে ডাক পেলেন ওয়াশিংটন সুন্দর
Washinton Sundar: ওয়াশিংটন সুন্দরের
মুম্বই: বেঙ্গালুরুতে প্রথম ইনিংসের ব্যর্থতার পর দ্বিতীয় ইনিংসে দুরন্ত ব্যাটিং করেও ভারতীয় দলের কামব্যাকের আশা ধূলিসাৎ হয়েছে। আট উইকেটে ম্যাচ জিতে নিয়েছে নিউজ়িল্যান্ড। বাকি দুই টেস্ট (India vs New Zealand) জিতে এবার সিরিজ় জয়ের চেষ্টা করবে টিম ইন্ডিয়া। সেই দুই টেস্টের জন্য ভারতীয় দলে যুক্ত হচ্ছেন আরও এক তারকা ক্রিকেটার।
বেঙ্গালুরু টেস্ট শেষ হওয়ার খানিকটা সময় পরেই বিসিসিআইয়ের তরফে এক সরকারি বিবৃতি দেওয়া হয়। সেই বিবৃতিতে কিউয়িদের বিরুদ্ধে বাকি দুই টেস্টের জন্য ভারতীয় দলে ওয়াশিংটন সুন্দরের (Washinton Sundar) যুক্ত হওয়ার কথা ঘোষণা করা হয়। তবে কাউকে বাদ দিয়ে নয়, বাড়তি ক্রিকেটার হিসাবেই সুন্দরকে স্কোয়াডে নেওয়া হয়েছে। পুণেতে ২৪ অক্টোবর থেকে দ্বিতীয় টেস্টে ম্যাচে মুখোমুখি হবে ভারত ও নিউজ়িল্যান্ড। সেই ম্যাচের আগেই টিম ইন্ডিয়ার বাকি তারকাদের সঙ্গে যোগ দেবেন তারকা অলরাউন্ডার।
ভারতীয় তারকা শুভমন গিল প্রথম টেস্টের আগেই চোটের কবলে পড়েন। তাঁর ঘাড় ও কাঁধে ব্যথা থাকায় তিনি জাতীয় দলের হয়ে বেঙ্গালুরুতে মাঠে নামতে পারেননি। ঋষভ পন্থও আবার ম্যাচ চলাকালীনই পায়ে চোট পান। তিনি দ্বিতীয় ইনিংসে ব্যাট করলেও কিপিং করেননি। এমন পরিস্থিতিতে চোট ঘিরে উদ্বেগ থাকার ফলেই হয়তো জাতীয় দলে সুন্দরকে ডাকা হল।
🚨 News 🚨
— BCCI (@BCCI) October 20, 2024
Squad Update: Washington Sundar added to squad for the second and third Test#INDvNZ | @IDFCFIRSTBank
Details 🔽
অবশ্য দ্বিতীয় টেস্টে পন্থ ও শুভমন গিল, উভয়ের খেলারই সম্ভাবনা রয়েছে। ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা প্রথম টেস্ট শেষের পর সাংবাদিক সম্মেলনে বলেন, 'শুভমন গিল বর্তমানে তো ঠিকঠাকই রয়েছে। ও ফিট বলে মনে হচ্ছে।' অপরদিকে, ঋষভ পন্থের ক্ষেত্রে বিষয়টা ঝুঁকি এড়ানোর। রোহিত জানান ঋষভের পায়ে একাধিক অস্ত্রোপ্রচার হয়েছে। তাই তাঁকে নিয়ে বেশি ঝুঁকি না নিয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করার প্রয়োজন। সেই কারণেই তাঁকে দিয়ে কিপিং করানো হয়নি যাতে দ্বিতীয় টেস্টে তিনি সম্পূর্ণ ফিট হয়ে ফিরে আসতে পারেন।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: তাঁর লড়াকু ৯৯ কাজে দেয়নি, বেঙ্গালুরুতে ভারতের পরাজয়ের পরেই বিশেষ বার্তা এল ঋষভ পন্থের তরফে