washinton sundar: আইপিএলের আগে ভাইরাল ওয়াশিংটন সুন্দরের অভিনব ব্যাটিং প্র্যাক্টিস
washinton sundar Update: তারকা অলরাউন্ডারের অভিনব ব্য়াটিং প্র্যাক্টিসের ক্লিপিংস ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। নিজের সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ক্লিপিংস পোস্ট করেছেন সুন্দর।

তামিলনাড়ু: সামনেই আইপিএল। তার আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ টেস্ট ও তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ রয়েছে। টেস্ট সিরিজের শেষ ম্যাচে তিনি না খেললেও ওয়ান ডে সিরিজ ও সামনের আইপিএলের জন্য নিজেকে প্রস্তুত করছেন ওয়াশিংটন সুন্দর। তামিলনাড়ুর তারকা অলরাউন্ডারের অভিনব ব্য়াটিং প্র্যাক্টিসের ক্লিপিংস ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। নিজের সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ক্লিপিংস পোস্ট করেছেন সুন্দর। নিজের ক্যাপশনে লিখেছেন সুন্দর, ''ওয়ার্ক লাইফ ব্যালান্স''।
View this post on Instagram
চলতি মাসেরই ৩১ তারিখ থেকে শুরু হতে চলেছে এ মরসুমের আইপিএল। গত বারে টুর্নামেন্টের রেকর্ড চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স লিগ তালিকায় সবার নীচে শেষ করেছিল। নতুন মরসুমে ভাগ্য বদলের আশায় মাঠে নামবে পল্টনরা। তবে মরসুম শুরুর আগে মুম্বইয়ের জন্য পরপর দুঃসংবাদ ভেসে আসছে। দিন কয়েক আগেই যশপ্রীত বুমরার আইপিএল থেকে ছিটকে যাওয়ার খবর শোনা যাচ্ছিল। এবার আরেক মুম্বই ইন্ডিয়ান্স বোলারেরও টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার জল্পনা তুঙ্গে।
আইপিএল খেলা নিয়ে সংশয়
৪ জানুয়ারি বিগ ব্যাশের একটি ম্যাচ খেলার সময় পেশিতে চোট পান অস্ট্রেলিয়ার তারকা বোলার ঝাই রিচার্ডসন। এই চোটের জেরেই অজি ফাস্ট বোলার মার্শ কাপ বা শেফিল্ড শিল্ডে নিজের দলের মাঠে নামা নামতে পারেননি। অবশ্য, খবর অনুযায়ী নিজের ক্লাব ফ্রেমেন্টালের হয়ে তিনি এক ৫০ ওভারের ম্যাচ খেলতে নেমেছিল বটে। সেখানেও তিনি চার ওভারের বেশি বল করতে পারেননি। সেই চার ওভারে মাত্র পাঁচ রানের বিনিময়ে তিনটি উইকেট নেন তিনি। তবে চার ওভার বল করার পরেই তিনি সাজঘরে ফেরেন এবং পরবর্তীতে তাঁকে স্ক্যানের জন্যও নিয়ে যাওয়া হয়।
এই চোটের কারণেই আসন্ন ভারত-অস্ট্রেলিয়া ওয়ান ডে সিরিজে অজি দলের হয়ে খেলতে পারবেন না তিনি। খবর অনুযায়ী, আইপিএলের আগে তাঁর ফিট হওয়ার সম্ভাবনা কার্যত নেই। প্রসঙ্গত, ঝাই রিচার্ডসনকে এবারের নিলামে তাঁর বেস প্রাইস দেড় কোটি টাকাতেই দলে নিয়েছিল মুম্বই। তাঁকে যদি আসন্ন আইপিএলের জন্য না পাওয়া যায়, তাহলে মুম্বই যে বড় ধাক্কা খেতে চলেছে, তা বলাই বাহুল্য।




















