West Bengal Weather: ৩-৪ ডিগ্রি কমবে তাপমাত্রা, হাওয়ায় শীতল অনুভূতি, কবে থেকে শীত পড়বে কলকাতা-সহ রাজ্যে?
Kolkata Weather: কবে পড়ছে শীত? কলকাতায় (Kolkata Weather) কেমন থাকবে শনিবার বিকেলের আবহাওয়া?

কলকাতা: সকাল থেকে পরিষ্কার আকাশ । ঝলমলে রোদ । সঙ্গে বইছে হাল্কা উত্তুরে হাওয়া । কিছুটা যেন শীতের আমেজ । কবে পড়ছে শীত? কলকাতায় (Kolkata Weather) কেমন থাকবে শনিবার বিকেলের আবহাওয়া?
আলিপুর আবহাওয়া দফতরের কর্তা সৌরিশ বন্দ্যোপাধ্যায় বলছেন, ‘উত্তর পশ্চিমের শীতল হাওয়া ধীরে ধীরে বইতে শুরু করেছে । শীতের আমেজ ক্রমশ বাড়বে । ইতিমধ্যেই স্বাভাবিক বা স্বাভাবিকের নিচে সর্বনিম্ন তাপমাত্রা । আগামী দু তিন দিনে আরও তিন চার ডিগ্রি তাপমাত্রা কমতে পারে ।’
শনিবার শ্রীনিকেতনের সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস । আসানসোলের সর্বনিম্ন তাপমাত্র ১৬ ডিগ্রি সেলসিয়াস । পুরুলিয়াতে সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস । মালদাতেও সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ।
দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় হাল্কা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে । সকালে হাল্কা কুয়াশা উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতে । পার্বত্য এলাকায় কুয়াশার পরিমাণ বাড়তে পারে । দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি - সব জেলাতেই কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে সকালের দিকে । আগামী সপ্তাহে তাপমাত্রা কিছুটা কমতে পারে । দুই থেকে তিন দিনে তাপমাত্রা ৩-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে । আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে উত্তরবঙ্গে ।
দক্ষিণবঙ্গে টের পাওয়া যাচ্ছে শীতের আমেজ । খুব সকালে হাল্কা কুয়াশা ছিল উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে । তবে বেলা বড়ার সঙ্গে সঙ্গে সেই কুয়াশা কেটে রোদ ঝলমলে আকাশের দেখা মেলে । দুদিন পর থেকে তাপমাত্রা কিছুটা কমতে পারে । আগামী ৩ থেকে ৪ দিনে অন্তত ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমার ইঙ্গিত । কলকাতায় ২০ ডিগ্রি সেলসিয়াস এর নীচে এবং পশ্চিমের জেলাগুলিতে ১৫ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াস বা তার নীচে নামতে পারে তাপমাত্রা ।
Every symbol tells a story of skies that roar, winds that whisper, and temperatures that test our resilience. The Mausam Icons from the India Meteorological Department are more than just weather signs; they’re guardians of our daily lives. From heavy rain to heat waves, fog to… pic.twitter.com/oWeT7DwKce
— India Meteorological Department (@Indiametdept) November 8, 2025




















