(Source: ECI/ABP News/ABP Majha)
Gary Kirsten: পাকিস্তান ক্রিকেটে তুলকালাম, মাত্র ৬ মাসের মধ্যেই দায়িত্ব থেকে সরলেন কার্স্টেন
Gary Kirsten Resignation: চলতি বছরে এপ্রিল মাসেই কোচের পদে দায়িত্ব নিয়েছিলেন কার্স্টেন। কিন্তু ৬ মাসের মধ্যেই কেন সরে দাঁড়ালেন প্রাক্তন প্রোটিয়া ওপেনার, তা নিয়ে প্রশ্ন ওঠা শুরু হয়ে গিয়েছে।
করাচি: মাত্র ৬ মাস আগেই দায়িত্ব নিয়েছিলেন। এবার পাকিস্তান ক্রিকেট দলের সাদা বলের ফর্ম্য়াটে হেডকোচের পদ থেকে সরে দাঁড়ালেন গ্যারি কার্স্টেন (Gary Kirsten Resignation)। পাকিস্তানের (Pakistan Cricket) ওয়ান ডে ও টি-টোয়েন্টি ফর্ম্য়াটের (T20 Format) কোচের পদ থেকে সরলেন তিনি। চলতি বছরে এপ্রিল মাসেই কোচের পদে দায়িত্ব নিয়েছিলেন কার্স্টেন। কিন্তু ৬ মাসের মধ্যেই কেন সরে দাঁড়ালেন প্রাক্তন প্রোটিয়া ওপেনার, তা নিয়ে প্রশ্ন ওঠা শুরু হয়ে গিয়েছে। পাকিস্তানের (Pakistan Cricket Team) টেস্ট দলের কোচের দায়িত্ব সামলানো জেসন গিলেসপিই এবার তিন ফর্ম্য়াটেই কোচের দায়িত্ব সামলাবেন।
গত কয়েক মাসে পাকিস্তান ক্রিকেটে অনেক কিছু বদলেছে। পারফরম্য়ান্স তলানিতে থাকায় দল থেকে বাদ দেওয়া হয়েছে বাবর আজম, শাহিন আফ্রিদির মত তারকা অভিজ্ঞ ক্রিকেটারদের। পাকিস্তানও ইংল্য়ান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজ জিতেছে। কিন্তু ওয়ান ডে ফর্ম্যাটে ও টি-টোয়েন্টি বিশ্বকাপে একেবারে চূড়ান্ত ব্যর্থ হতে হয়েছিল পাকিস্তানকে। এছাড়াও জেসন গিলেসপি থেকে পাকিস্তান ক্রিকেট বোর্ডে অন্যান্য সদস্যদের সঙ্গে নাকি খুব একটা মধুর সম্পর্ক নেই। আর পাকিস্তান টেস্ট সিরিজ জয়ের পর গিলেসপিকে সাদা বলের ফর্ম্য়াটেও দায়িত্ব নেওয়ার বিষয়ে নাকি প্রস্তাব দেওয়া হয়েছিল। এরপরই নিজের সিদ্ধান্ত জানিয়ে দেন ২০১১ সালে বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন কোচ কার্স্টেন। গতকালই পাকিস্তানের সাদা বলের ফর্ম্য়াটে বাবর আজমকে সরিয়ে রিজওয়ানকে অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছিল। সেই বৈঠকে নাকি ছিলেন না কার্স্টেন।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সাদা বলের সিরিজ়ের দল ঘোষণার সময় বা মহম্মদ রিজওয়ানকে সীমিত ওভারের অধিনায়ক ঘোষণার সময় পাকিস্তানে ছিলেনই না কার্স্টেন। তাঁর কোনও মতামত নেওয়ারও চেষ্টা করা হয়নি। বোর্ডের একাধিক কর্তার সঙ্গে আগে তাঁর ঝামেলাও হয়েছে। নির্বাচক কমিটির প্রভাব বোর্ডে এখন এতটাই বেড়ে গিয়েছে যে কোচেরা কোনও পাত্তাই পাচ্ছেন না। ভারতকে বিশ্বকাপ জেতানো কোচ কার্স্টেনের তা পছন্দ নয়। বোর্ডের একাধিক কর্তার সঙ্গে আগে তাঁর ঝামেলাও হয়েছে। রিজওয়ানকে নেতৃত্ব দেওয়ার ইস্যুতে পিসিবির চেয়ারম্য়ান আকিব জাভেদ নির্বাচন কমিটির নতুন সদস্য ও রিজওয়ান ও তাঁর ডেপুটি সালমান আঘা ছিলেন সেই বৈঠকে। ক্রমেই যে পাকিস্তান ক্রিকেটে গুরুত্ব হারাচ্ছিলেন কার্স্টেন, তা হয়ত বুঝতে পারছিলেন তিনি। তাই তড়িঘড়ি সিদ্ধান্ত নিয়ে ফেললেন তিনি।