Aiden Markram: শতরান হাঁকালেন, দলকে চ্যাম্পিয়ন করলেন, কিংবদন্তি ব্র্যাডম্য়ানের সঙ্গে একই সারিতে মারক্রাম
WTC Final: এছাড়া লর্ডসে চতুর্থ ইনিংসে শতরান হাঁকিয়েছেন যাঁরা তাঁরা হলেন, ১৯৭৬ সালে রয় ফ্রেডরিক্স, ১৯৮৪ সালে গর্ডন গ্রিনিচ, ২০০২ সালে অপরাজিত শতরান অজিত আগরকরের।

লন্ডন: ২৭ বছর পর ফের আইসিসি (ICC) খেতাব জয় দক্ষিণ আফ্রিকার। এইডেন মারক্রামের (Aiden Markram) অনবদ্য শতরান প্রোটিয়া শিবিরের জয়ের ভিত গড়ে দেয়। ম্য়াচের চতুর্থ দিন ১৩৬ রানের ইনিংস খেলে প্যাভিলিয়নে ফিরেছিলেন দক্ষিণ আফ্রিকার সহ অধিনায়ক। ২০৭ বলে ১৪টি বাউন্ডারির সাহায্য়ে এই দুরন্ত ইনিংস খেলেন মারক্রাম। এই শতরানের সঙ্গে সঙ্গে ব্য়ক্তিগত এক মাইলস্টোনও ছুঁয়ে ফেলেছেন ডানহাতি প্রোটিয়া ব্যাটার। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে শতরানের ইনিংস খেলে ম্য়াচের সেরাও হয়েছেন মারক্রাম।
লর্ডসে এই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হয়েছিল দুটো দল। চতুর্থ ইনিংসে রান তাড়া করতে নেমে শতরান হাঁকানো প্রথম প্রোটিয়া ব্যাটার যিনি শতরান হাঁকিয়েছেন এই ভেন্যুতে। বিশ্বের ষষ্ঠ ব্যাটার হিসেবে এই মাইলস্টোন স্পর্শ করেছেন তিনি। ১৯৩৮ সালে কিংবদন্তি ডন ব্র্যাডম্য়ান প্রথম ব্যাটার হিসেবে লর্ডসে চতু্র্থ ইনিংসে শতরান হাঁকিয়েছিলেন। প্রয়াত অজি ব্যাটার ১০২ রানের ইনিংস খেলেন।
এছাড়া লর্ডসে চতুর্থ ইনিংসে শতরান হাঁকিয়েছেন যাঁরা তাঁরা হলেন, ১৯৭৬ সালে রয় ফ্রেডরিক্স, ১৯৮৪ সালে গর্ডন গ্রিনিচ, ২০০২ সালে অপরাজিত শতরান অজিত আগরকরের। তিনি ১০৯ রানে অপরাজিত ছিলেন। ২০০৯ সালে মাইকেল ক্লার্ক ১৩৬ রান করেছিলেন। এরপর এইডেন মারক্রাম এই নজির গড়লেন।
চতুর্থ দিনে ব্যাটিং করতে নেমে বাভুমা ফিরলেও মারক্রাম দলের জয় নিশ্চিত করেই মাঠ ছাড়লেন। শুধু দক্ষিণ আফ্রিকাকে জেতালেনই না, ২৭ বছর পর প্রোটিয়া শিবির কোনও আইসিসি ট্রফি ঘরে তুলল। ৫ উইকেটে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিল তারা টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে।
১৯৯৮ সালের পর আর কখনও আইসিসি ট্রফি জিততে পারেনি দক্ষিণ আফ্রিকা। এখন যা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, তা তখন পরিচিত ছিল আইসিসি নক আউট ট্রফি নামে। সেই টুর্নামেন্টেই খেতাব জিতেছিল প্রোটিয়া বাহিনী। এর পর থেকে কখনও কোনও আইসিসি টুর্নামেন্টেই খেতাব ঘরে তুলতে পারেনি তারা। ২০১৫ সেমিতে স্বপ্নভঙ্গ হয়েছিল, ২০২৩ বিশ্বকাপে সেমিতে স্বপ্নভঙ্গ হয়। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ফাইনালে আরও একবার স্বপ্নভঙ্গ হয়। কিন্তু এবার সেই অধরা মাধুরী ঘরে তুলল প্রোটিয়া শিবির।
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারতের বিরুদ্ধে হারতে হয়েছিল। তখন দলের অধিনায়ক ছিলেন মারক্রাম। হতাশায় মুখ ঢেকেছিলেন। এদিন নিজে ব্যাট হাতে ১৩৬ রানের ইনিংস খেললেন। প্রোটিয়া ব্যাটার নিজেও হয়ত কেরিয়ারের সেরা ইনিংসই বেছে নেবেন এই ইনিংসকে।




















