WTC Final: রোহিতরা পারেননি, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ২২ গজে নামবেন অন্য দুই ভারতীয়
WTC 2023-2025: ম্য়াচ পরিচালনার দায়িত্বে যাঁরা থাকবেন তাঁদের নাম ঘোষণা করেছে আইসিসি সম্প্রতি। সেখানেই নাম রয়েছেন প্রাক্তন ভারতীয় পেসার জাভাগাল শ্রীনাথ ও নীতীন মেনন।

লন্ডন: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে (World Test Championship Final) এবার জায়গা করতে পারেনি ভারতীয় দল। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোয়াইওয়াশ ও অস্ট্রেলিয়ার বিরদ্ধে তাদের দেশে গিয়ে বর্ডার গাওস্কর ট্রফি ১-৩ ব্যবধানে হারতে হয়েছিল টিম ইন্ডিয়াকে। তবে রোহিত, বিরাটরা না পারলেও অন্য় ২ ভারতীয় কিন্তু টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করতে মাঠে নামবেন।
আসলে ক্রিকেটার হিসেবে নয়। ম্য়াচ পরিচালনার দায়িত্বে যাঁরা থাকবেন তাঁদের নাম ঘোষণা করেছে আইসিসি সম্প্রতি। সেখানেই নাম রয়েছেন প্রাক্তন ভারতীয় পেসার জাভাগাল শ্রীনাথ ও নীতীন মেনন। শ্রীনাথকে ম্য়াচ রেফারি ও নীতীন মেননকে চতুর্থ আম্পায়ার হিসেবে দেখা যাবে আসন্ন টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে।
এছাড়া ম্য়াচের অনফিল্ড দুজন আম্পায়ার হলেন ইংল্য়ান্ডের রিচার্ড ইলিংওর্থ ও নিউজিল্যান্ডের ক্রিস গাফানে। আগামী ১১ থেকে ১৫ জুন পর্যন্ত চলবে এই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা।
এদিকে, দিনকয়েক আগেই ক্রিকেট দক্ষিণ আফ্রিকার তরফে জানানো হয়েছিল এই মেগা ফাইনালের প্রস্তুতি পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ীই হবে। অর্থাৎ ২৬ মের পর দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের দেশে ফিরে যাওয়ার কথা ছিল। তবে খবর অনুযায়ী প্রোটিয়া বোর্ড নিজের সিদ্ধান্ত থেকে সরে এসেছে এবং এর ফলে তাঁরা বাকি টুর্নামেন্টের জন্য তাঁদের তারকা ক্রিকেটারদের আইপিএল খেলার অনুমতিও দিতে চলেছে বলে রিপোর্টে দাবি করা হচ্ছে।
ক্রিকেট দক্ষিণ আফ্রিকার ডিরেক্টর এনক এনকাওয়ে দাবি করেন ক্রিকেট দক্ষিণ আফ্রিকা, বিসিসিআই ও আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলির মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক চলছে এবং তারপরই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এ বিষয়ে যে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার কোর্টে বল নেই, সেই বিষয়েও আভাস দেন তিনি। আইপিএলে কাগিসো রাবাডা, করবিন বশ, রায়ান রিকেলটন, লুঙ্গি এনগিদিদের মিলিয়ে মোট আটজন প্রোটিয়া তারকা রয়েছেন যাঁরা টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জাতীয় দলে ডাক পেয়েছেন। তাঁদের টুর্নামেন্টের প্লে-অফের ম্যাচ খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছিল বটে। তবে এই খবরে কিন্তু মুম্বই ইন্ডিয়ান্স, গুজরাত টাইটান্স, আরসিবির মতো তাঁদের ফ্র্যাঞ্চাইজিগুলি যে স্বস্তির নিঃশ্বাস নেবে, তা বলাই বাহুল্য।
অপরদিকে, এই খেতাবি ফাইনালে দক্ষিণ আফ্রিকার প্রতিপক্ষ অস্ট্রেলিয়া দলের অধিনায়ক প্যাট কামিন্সসহ একাধিক তারকাও আইপিএল খেলছেন। তাঁদের ক্ষেত্রে সিদ্ধান্তটা অবশ্য সম্পূর্ণভাবে তাঁদের ওপরেই ছেড়ে দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
আরও পড়ুন: ৯ বছর আগের বিরাট-এবিডি জুটির রেকর্ড ভাঙতে পরেন গিল-সুদর্শন, আর চাই মাত্র ৫৫ রান




















