WTC Final 2023: ভারতই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে, শ্রীলঙ্কাকে গুরুত্ব দিতে নারাজ মঞ্জরেকর
WTC 2023: শ্রীলঙ্কাকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজের দুই টেস্টেই জিততে হবে, একমাত্র তবেই তাঁরা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিজেদের জায়গা পাক করতে পারবে।
নয়াদিল্লি: ইতিমধ্যেই বর্ডার-গাওস্কর ট্রফির তৃতীয় টেস্টে ভারতকে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে (WTC Final 2023) নিজেদের স্থান পাকা করে ফেলেছে অস্ট্রেলিয়া। সিরিজের চতুর্থ টেস্ট জিতলে ভারতের (Indian Cricket Team) জায়গাও ফাইনালে নিশ্চিত। তবে ম্যাচটি ড্র করলেও বা পরাজিত হলেও ভারত ফাইনালে পৌঁছতে পারে। শর্ত একটাই শ্রীলঙ্কাকে (Sri Lanka Cricket Team) কিউয়িদের বিরুদ্ধে চলতি সিরিজের দুই টেস্টের অন্তত একটি হারতে বা ড্র করতে হবে। দ্বীপরাষ্ট্র ফাইনালে পৌঁছনোর দৌড়ে থাকলেও, তাঁদের গুরুত্ব দিতে নারাজ সঞ্জয় মঞ্জরেকর (Sanjay Manjrekar)।
মঞ্জরেকরের দাবি
তিনি কোনও রাখঢাক না করেই স্পষ্ট দাবি করেন যে ভারত ইতিমধ্যেই ফাইনালে পৌঁছ গিয়েছে। মঞ্জরেকরের দাবি, 'ভারত টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রায় পৌঁছেই গিয়েছে। আমার মনে হয় ভারত ফাইনালে পৌঁছেও যাবে। নিউজিল্যান্ডকে শ্রীলঙ্কা হারাতে পারবে বলে আমি অন্তত মনে করি না। তাই আমার মতে ভারত ইতিমধ্যেই ফাইনালে পৌঁছে গিয়েছে। তবে হ্যাঁ, এখনও সরকারিভাবে স্থান পাকা হওয়াটা বাকি। তবে অস্ট্রেলিয়া কিন্তু ইনদওরে ম্যাচটা জিতে সিরিজে দারুণভাবে কামব্যাক করেছে।'