Yuzvendra Chahal-Dhanashree Verma Divorce: বিবাহবিচ্ছেদের জল্পনা তুঙ্গে, ধনশ্রীকে কত টাকা খোরপোশ দেবেন যুজবেন্দ্র চাহাল?
Yuzvendra Chahal-Dhanashree Verma: ধনশ্রীকে বিবাহবিচ্ছেদের পর খোরপোশ হিসাবে চাহালকে কোটি কোটি টাকা দিতে হবে বলে শোরগোল শোনা যাচ্ছে।

নয়াদিল্লি: বর্তমানে চর্চার কেন্দ্রবিন্দুতে যুজবেন্দ্র চাহল (Yuzvendra Chahal)। তবে ২২ গজে তাঁর পারফরম্যান্স নয়। তিনি চর্চায় উঠে এসেছেন তাঁর ব্য়ক্তিগত জীবন সম্পর্কিত খবরে। শোনা যাচ্ছে ভারতীয় তারকা বোলার চাহালে বিবাহ জীবন টালমাটাল। তাঁর ও স্ত্রী ধনশ্রী বর্মার (Dhanashree Verma) বিবাহ বিচ্ছেদ হতে চলেছে। বিবাহ বিচ্ছেদের ফলে ধনশ্রীকে ঠিক কত টাকা খোরপোশ দিতে হবে চাহালকে?
বিচ্ছেদের জল্পনা তুঙ্গে হলেও, দুই তারকাই এই বিষয়ে এখনও পর্যন্ত মুখ না খোলেননি। তবে দুইজনেই নিজেদের সোশ্যাল মিডিয়ায় বারংবার ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন। দাবি করা হচ্ছে দুইজনের সরকারিভাবে বিচ্ছেদ খালি সময়ের অপেক্ষা। এমনকী চাহালের গুরুগ্রামের বাড়ি ছেড়ে মায়ের সঙ্গে ধনশ্রী আপাতত মুম্বইয়ে নিজের মায়ের সঙ্গেই থাকছেন বলে খবর। তিনি মায়ের সঙ্গে সম্প্রতি এক ছবিও পোস্ট করেন। সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে যে বিবাহবিচ্ছেদের জেরে যুজবেন্দ্র চাহালকে নাকি তাঁর ধনশ্রীকে ৬০ কোটি টাকা খোরপোশ দিতে হবে।
তবে এই বিষয়ে কোনও সত্যতা নেই। এখনও পর্যন্ত গোটা বিষয়ে কোনও সরকারি ঘোষণা হয়নি। খোরপোশের ক্ষেত্রে আদালত চাহালের সম্পত্তির পরিমাণ ও ধনশ্রীর ব্যক্তিগত আয়ের বিষয়টা দেখেই বিচার বিবেচনা করবে। খবর অনুযায়ী আইপিএলের বাম্পার নতুন চুক্তির পর বর্তমানে চাহালের মোট সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে ৪৫ কোটি টাকা। অপরদিকে, ধনশ্রীর ক্ষেত্রে সম্পত্তির পরিমাণটা ২৫ কোটি বলে দাবি করা হচ্ছে। ধনশ্রী এক ডেনটিস্ট তো বটেই, পাশাপাশি তিনি একজন কোরিওগ্রাফারও। এক্ষেত্রে খোরপোশের ক্ষেত্রে কিন্তু আদালত সামান্থা প্রভু ও নাগা চৈতন্যর বিচ্ছেদের ঘটনাটি অনুসরণ করতে পারে। তাই আপাতত ধনশ্রীর ৬০ কোটি টাকার খোরপোশ পাওয়ার বিষয়টি গুজব ছাড়া আর কিছুই নয়, তা বলাই বাহুল্য।
সম্প্রতি ধনশ্রী জানিয়েছিলেন সময়টা তাঁর ও তাঁর পরিবারের জন্য অত্যন্ত চাপের কাটেছে। ধনশ্রীর দাবি এইসব কিছুই ভুয়ো খবর এবং তাতে তাঁর গোটা পরিবারেরই ক্ষতি হচ্ছে। তিনি বলেন, 'বিগত কয়েকদিন আমার এবং আমার পরিবারের জন্য সময়টা খুবই কঠিন গিয়েছে। যেটা সবথেকে হতাশাজনক হল সেটা হল বিস্তর ভুলভাল লেখা হচ্ছে, যা সত্যি ঘটনাগুলি থেকে অনেকটাই দূরে। ট্রোলরা আমার চরিত্র বিচার করছে। আমি প্রচুর খাটা খাটনি করে সততা সঙ্গে আমার পরিচয় তৈরি করেছি।'
তিনি আরও যোগ করেন যে তাঁর চুপ থাকার কারণ দুর্বলতার পরিচয় নয়। 'আমার চুপ থাকাটা আমার দুর্বলতার পরিচয় নয়, শক্তির পরিচয়। নেতিবাচক জিনিসপত্র তো খুব সহজেই অনলাইনে ছড়িয়ে পড়ে। তবে অন্যদের উদ্বুদ্ধ করতে সাহসিকতার প্রয়োজন হয়। আমি আমার সত্যি ও মূল্যবোধ আঁকড়ে ধরে এগিয়ে যেতে চাই। আমার সঙ্গে সত্যিটা আছে, তাই আমার কোনও ব্যাখা দেওয়ার প্রয়োজন নেই।'
দিনকয়েক আগেই যুজবেন্দ্র চাহালও সোশ্যাল মিডিয়ায় একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন। বিবাহবিচ্ছেদের মাঝেই সোশ্যাল মিডিয়ায় চাহালের একটি স্টোরি সকলেরই নজর কেড়েছে। সেখানে ভারতের বিশ্বজয়ী ক্রিকেটার লিখেছেন, 'সমস্ত শোরগোলের উর্ধ্বে যারা শুনতে আগ্রহী সমস্ত চুপ থাকার থেকে বড় প্রতিক্রিয়া আর কিছু হতে পারে না।' এত শোরগোলের মধ্যেও এই বিষয়ে কোনও কথাই বলেননি চাহাল। এই পোস্টের মাধ্যমে তাঁর চুপ থাকার পিছনে কারণটা ঠিক কী, সেই বিষয়েই ব্যাখা দিয়েছেন বলে মনে করছেন নেটিজেনরা। দুইজনের সম্পর্কে ভাঙনের বিষয়টা ঠিক কতটা সত্যি, দুইজনে এই নিয়ে কোনও বিবৃতি দেন কি না, এবার সেটারই অপেক্ষা।
আরও পড়ুন: পাঁচে পাঁচ, ধোনি জাডেজাদের সিএসকেকে পিছনে ফেলে বিশেষ তালিকায় ফের শীর্ষে কোহলিদের আরসিবি
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
