এক্সপ্লোর
Advertisement
যমজ সন্তানের বাবা হলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
লিসবন: ফের বাবা হলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বৃহস্পতিবার সারোগেট মায়ের গর্ভে যমজ সন্তান হল তাঁর। একটি কন্যাসন্তান, অন্যটি ছেলে। নাম যথাক্রমে ইভা ও মাতেও।
এ খবর দিয়েছে পর্তুগালের সংবাদমাধ্যম। রিয়াল মাদ্রিদের সুপারস্টার যমজ বাচ্চার বাবা হতে চলেছেন, খবরটা গত মার্চেই দেয় ব্রিটিশ ট্যাবলয়েড দি সান।
সারোগেট মা থাকেন আমেরিকার পশ্চিম উপকূলের কোনও এক জায়গায়।
২০১৬-র ইউরো কাপ জয়ী পর্তুগালের অধিনায়ক রোনাল্ডো প্রথম পুত্রসন্তানের বাবা হন ২০১০-এর জুনে। ক্রিশ্চিয়ানো জুনিয়র। সেও নাকি ভূমিষ্ঠ হয়েছিল সারোগেট মায়ের গর্ভ থেকে। যদিও মহাতারকা কথাটা স্বীকার করেননি এযাবত্।
৩২ বছরের ফুটবল মহাতারকা ইদানীং স্পেনীয় মডেল জর্জিনা রগরিগেজকে ডেট করছেন বলে খবর।
শুধু রোনাল্ডোই নন, এই সেদিন যমজ সন্তান হয়েছে সেলেব্রিটি দুনিয়ার আরও এক দম্পতির। জর্জ ক্লুনি, তাঁর মানবাধিকার বিষয়ক আইনজীবী স্ত্রী আমাল যমজ সন্তান, যথাক্রমে এলা ও আলেকজান্দারের বাবা-মা হয়েছেন।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
ইন্ডিয়া
Advertisement