Commonwealth Games 2022: জুডোয় পদক নিশ্চিত ভারতের, সোনা জিততে পারবেন সুশীলা?
Sushila Devi: ৪৮ কেজি বিভাগে শীর্ষ বাছাই, মরিশিয়াসের প্রিস্সিলা মোরান্ডকে সেমিফাইনালে হারিয়ে দিয়ে ফাইনালের টিকিট পাকা করলেন ভারতের জুডোকা সুশীলা দেবী।
বার্মিংহাম: ভারতীয় জুডোর জন্য আজকের দিনটা বেশ ভালই কাটছে। জসলিন সিংহ সাইনি, সূচিকা তরিয়াল ও বিজয় কুমার যাদব আগেই নিজেদের বিভাগের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছিলেন। এবার সুশীলা দেবীও (Sushila Devi) নিজের সেমিফাইনাল জিতে ভারতের হয়ে জুডোয় পদক নিশ্চিত করলেন।
'ইপ্পন'-এর মাধ্যমে জয়
কমনওয়েলথ গেমসে (Commonwealth Games 2022) ভারতকে চতুর্থ স্বর্ণপদক জয়ের স্বপ্ন দেখাচ্ছেন সুশীলা। ৪৮ কেজি বিভাগে শীর্ষ বাছাই, মরিশিয়াসের প্রিস্সিলা মোরান্ডকে সেমিফাইনালে হারিয়ে দিয়ে ফাইনালের টিকিট পাকা করলেন ভারতের জুডোকা। মণিপুরের সুশীলা 'ইপ্পন'-এর মাধ্যমে তার প্রতিপক্ষকে হারান। জানেন কী এই 'ইপ্পন'? এটি এমন এক ধরনের মুভ যার মাধ্যমে শক্তির প্রদর্শন করে কোনও প্রতিযোগী অপরজনকে পিঠের দিক করে ম্যাটে ফেলে দেন।
কোনও প্রতিযোগীকে কেউ ২০ সেকেন্ডের জন্য নিষ্ক্রিয় করে ম্যাটে শুয়ে রাখতে পারলে বা অপরজন হার মেনে নিলেও 'ইপ্পন' দেওয়া হয়। এই মুভের মাধ্যমে ২৭ বছর বয়সি ভারতীয় জুডোকা তার প্রতিপক্ষকে সেমিফাইনালে মাত দেন। মণিপুর পুলিশের সাব-ইন্সপেক্টর পদে কর্মরত সুশীলা, কোয়ার্টার ফাইনালে মালাওয়ির হ্যারিয়েট বোনফেসকে হারিয়ে সেমিফাইনালের টিকিট পাকা করেছিলেন। এবার স্বর্ণপদক জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার মিশেল হোয়াইটবুইয়ের মুখোমুখি হবেন তিনি। আজ রাতেই তার ফাইনাল ম্যাচ।
ভারতীয় জুডোকারদের জয়জয়কার
বাকি তিন ভারতীয় জুডোকার জসলিন সিংহ সাইনি, সূচিকা তরিয়াল ও বিজয় কুমারও নিজেদের ম্যাচে ভাল পারফর্ম করেছেন। পুরুষদের ৬৬ কেজি বিভাগে ভারতের জসলিন হারিয়ে দিলেন ভানুয়াটুর ম্যাক্সেন্স কুগোলাকে। পৌঁছে গেলেন শেষ আটে। মহিলাদের ৫৭ কেজি বিভাগে জাম্বিয়ার রিতা কাবিন্দাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছন সূচিকা । পুরুষদের ৬০ কেজি বিভাগে 'ওয়াজা আরি'-এর মাধ্যমে বিজয় কুমার যাদব স্কটল্যান্ডের ডিলন মুনরোকে হারিয়ে পৌঁছে গিয়েছেন শেষ আটে। 'ওয়াজা আরি' ও 'ইপ্পন'-এর মধ্যে পার্থক্য বলতে একটাই, এখানে 'ইপ্পন'-এর মতো ততটা শক্তি বা নিপুণভাবে প্রতিপক্ষকে ম্যাটে ফেলে দেওয়ার প্রয়োজন হয় না।
আরও পড়ুন: বাংলাদেশের প্রতিপক্ষকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে হুসামুদ্দিন