(Source: ECI/ABP News/ABP Majha)
CWG 2022, Judo: জুডো থেকে নিশ্চিত তৃতীয় পদক, ফাইনালে পৌঁছলেন তুলিকা
Tulika Maan: এর আগে সুশীল দেবী ও বিজয় কুমারও নিজেদের বিভাগে যথাক্রমে রুপো ও ব্রোঞ্জ পদক পদক এনে দিয়েছেন ভারতকে। তুলিকা কি পারবেন সোনা জিততে?
বার্মিংহাম: জুডোর ৭৮ কেজি বিভাগে ভারতীয় জুডোকার তুলিকা মান (Tulika Maan) দাপুটে পারফরম্যান্সে ফাইনালে পৌঁছলেন। বার্মিংহাম কমনওয়েলথ গেমসে (Commonwealth Games 2022) জুডো থেকে তৃতীয় পদক নিশ্চিত হল ভারতের।
জুডোয় তৃতীয় পদক নিশ্চিত
নিউজিল্যান্ডের সিডনি অ্যান্ড্রুসকে ইপ্পন প্যাঁচের মাধ্যমে কুপোকাত করেন তুলিকা। অ্যান্ড্রুস ম্যাচের শুরুতে ওয়াজা-আরি প্যাঁচের মাধ্যমে তুলিকাকে বিপাকে ফেলেন। তবে ভারতের অন্যতম সেরা জুডোকার, তুলিকাও হার মানার পাত্রী নন। তিনিও ইপ্পন প্যাচের মাধ্যমে দুর্দান্তভাবে কামব্যাক করেন। ম্যাচটি এক মিনিট ৫৩ সেকেন্ডেই শেষ হয়ে যায়। ফাইনালে পৌঁছনোয় অন্তত রুপো জয় সুনিশ্চিত করে ফেললেন তুলিকা।
INTO THE FINALS 🔥🔥
— SAI Media (@Media_SAI) August 3, 2022
Tulika Maan (W+78 Kg) wins the semi final bout by Ippon against Sydnee Andrews of New Zealand
What a Comeback 💪💪#Cheer4India #India4CWG2022 pic.twitter.com/34THoZlWR3
এর আগে সুশীল দেবী ও বিজয় কুমারও নিজেদের বিভাগে ভারতকে পদক এনে দিয়েছেন। চোটকে বুড়ো আঙুল দেখিয়ে ৪৮ কেজি বিভাগে সুশীলা দেবী সেমিফাইনালে জিতলেও, ফাইনালে জিততে পারেননি। ফাইনালে তিনি দক্ষিণ আফ্রিকার মিশেলা হোয়াইটবুইয়ের কাছে হেরে রুপো পেয়েছিলেন। অপরদিকে, পুরুষদের ৬০ কেজি বিভাগে সেমিফাইনাল ম্য়াচ হারলেও ব্রোঞ্জ মেডেল জয়ের ম্যাচে সাইপ্রাসের পেট্রোসকে হারান বিজয় কুমার। ইপ্পনের মাধ্যমে ম্যাচ জিতে পদক পান বিজয় কুমার।
হতাশ করলেন দীপক
এবার তুলিকা তৃতীয় ভারতীয় হিসাবে পদক জিতবেন। তবে এখনও অবধি দুই জুডোকারের কেউই স্বর্ণপদক জেতেননি, তাই প্রথম জুডোকার হিসাবে এবারের গেমসে সোনা জয়ের হাতছানি রয়েছে তুলিকার সামনে। তবে দীপক দেশওয়াল (Deepak Deswal) নিজের রেপেচাজ ম্য়াচেও হেরে যান। ফিজির তেভিতা তাকাওয়ার কাছে হেরে যান তিনি। মাত্র এক মিনিট আট সেকেন্ডের ম্যাচে ফিজির জুডোকার দুই ওয়াজা-আরির মাধ্যমে ম্যাচ জেতেন।
আরও পড়ুন: বক্সিংয়ে জোড়া পদক নিশ্চিত, সেমিতে পৌঁছলেন হুসামুদ্দিন, নীতু