এক্সপ্লোর
Advertisement
ভারতের বিরুদ্ধে ম্যাচের আগে ধাক্কা দক্ষিণ আফ্রিকা শিবিরে, চোটের জন্য বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ডেল স্টেইন
বিশ্বকাপে সময়টা একেবারেই ভালো যাচ্ছে না দক্ষিণ আফ্রিকার। পর পর দুটি ম্যাচে হেরে এমনিতেই প্রবল চাপে প্রোটিয়া ব্রিগেড। তারপর আগামীকাল বুধবার ভারতের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড়সড় ধাক্কা খেল ফাফ ডুপ্লেসিসের দল। চোটের জন্য বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন দলের ফাস্ট বোলার ডেল স্টেইন।
সাউদাম্পটন: বিশ্বকাপে সময়টা একেবারেই ভালো যাচ্ছে না দক্ষিণ আফ্রিকার। পর পর দুটি ম্যাচে হেরে এমনিতেই প্রবল চাপে প্রোটিয়া ব্রিগেড। তারপর আগামীকাল বুধবার ভারতের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড়সড় ধাক্কা খেল ফাফ ডুপ্লেসিসের দল। চোটের জন্য বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন দলের ফাস্ট বোলার ডেল স্টেইন। কাঁধে দ্বিতীয়বার যে চোট পেয়েছিলেন স্টেইন, তা চিকিত্সায় সেরে না ওঠায় এবারের বিশ্বকাপে আর খেলা হচ্ছে না স্টেইনের। তাঁর জায়গায় দলে নেওয়া হয়েছে বাঁহাতি সিমার বিউরান হেনড্রিক্সকে।
#BreakingNews Dale Steyn out of the ICC Men’s Cricket World Cup, with Beuran Hendricks to replace him. More to follow. #CWC19 pic.twitter.com/vZLZWj6kw4
— Cricket South Africa (@OfficialCSA) June 4, 2019
ইংল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার প্রথম ম্যাচে খেলেননি স্টেইন। ওই সময় ডুপ্লেসিস স্বীকার করেছিলেন যে, স্টেইন যে খেলতে পারবেন না তা ধরে নিয়ে তাঁরা প্রস্তুত ছিলেন। ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের প্রাক্কালে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক বলেছিলেন, দল বেছে নেওয়ার সময় সম্ভবত ও ৬০ শতাংশ ফিট ছিল। তাই আমরা অনুমান করে নিয়েছিলাম যে, এমনটা হতে পারে। কিন্তু ফিট হয়ে স্টেইন ফিরে এলে আমাদের বোলিং অ্যাটাকই খুই শক্তিশালী হয়ে উঠবে।কিন্তু স্টেইন ফিট হয়ে উঠতে পারলেন না। আইপিএলে বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্সের হয়ে কয়েকটি ম্যাচ খেলার সময় ঘাড়ে দ্বিতীয়বার চোট পেয়েছিলেন স্টেইন। এরপর স্টেইন রিহ্যাবে যান এবং তাঁকে নেটে বোলিং করতেও দেখা যায়। তবে তাঁকে তাঁর চেনা ছন্দে দেখা যায়নি। সোমবার বিকেলে নেটে তাঁকে পুরো রান আপ নিয়ে হাসিম আমলাকে বোলিং করতে দেখা যায়। প্রায় আধ ঘন্টা বোলিং করেন তিনি। স্টেইনকে হয়ত আর কোনওদিন বিশ্বকাপে বোলিং করতে দেখা যাবে না এবং চোটের সমস্যা বর্তমান সময়ের অন্যতম সেরা ফাস্ট বোলারের কেরিয়ারে যবনিকা টেনে দিতে পারে।Steyn has suffered a second shoulder injury which has not responded to treatment and has ruled him out of bowling for the foreseeable future. pic.twitter.com/zAro5UcQ70
— Cricket South Africa (@OfficialCSA) June 4, 2019
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
আইপিএল
জেলার
খবর
Advertisement