PV Sindhu : মারিন ম্যাচে মেজাজ হারালেন সিন্ধু, কোর্টেই কথা কাটাকাটি, দেখলেন হলুদ কার্ড
Denmark Open : ২০১৬-র রিও অলিম্পিক্স, ২০১৮-র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের ফাইনালে সিন্ধুকে হারিয়েছিলেন মারিন। দু'জনের ব্যাডমিন্টন ডুয়েল বরাবরই আলোচনার কেন্দ্রে। এবার তাতে জুড়ে গেল ব্যক্তিগত দ্বন্দ্বও।
কোপেনহেগেন : স্নায়ুর ঠাণ্ডা যুদ্ধ তাঁদের বরাবরের। চিরপ্রতিদ্বন্দ্বী ক্যারোলিনা মারিনের বিরুদ্ধে কোর্টের লড়াইয়ে এবার মেজাজ হারালেন পিভি সিন্ধু (PV Sindhu)। পাল্টা পিছিয়ে ছিলেন না স্পেনের মারিনও। সবমিলিয়ে ডেনমার্ক ওপেনের সেমিফাইনালে দেখা গেল এক অবাক করা কাণ্ড। বারবার মৌখিকভাবে সতর্ক করার পর চেয়ার আম্পায়ার হলুদ কার্ড দেখালেন দুই খেলোয়াড়কেই।
খেলার শুরু থেকেই চলছিল হাড্ডাহাড্ডি লড়াই। আর তার সঙ্গে জুড়ে যাচ্ছিল, একে অপরের প্রতি পাল্টা স্নায়ুর চাপ তৈরি করার খেলা। সিন্ধু হোন বা ক্যারোলিনা মারিন (Carolina Marin), কোনও পয়েন্ট জিতলেই খানিকটা স্বভাব বিরুদ্ধভাবেই তীব্র চিৎকার ছুড়ে দিচ্ছিলেন। প্রথমে দুই খেলোয়াড়কেই যা নিয়ে সতর্ক করেন চেয়ার আম্পয়ার। খানিকটা দমলেও পয়েন্ট জিতে প্রবল চিৎকার করা থামাননি সিন্ধুর 'নেমেসিস'। যে সময় বাড়তি সময় নিয়ে সার্ভ করতে শুরু করেন সিন্ধু। ফের চেয়ার আম্পায়ার দুই খেলোয়াড়কে সতর্ক করেন। যেখানে সিন্ধু চেঁচিয়ে ওঠেন, 'ওকে আগে থামতে বলুন, তাহলেই আমি দ্রুত তৈরি হয়ে সার্ভ করতে পারব।'
ঘটনা পরম্পরা তীব্র মোড় নেয় শেষ তথা নির্ণায়ক গেমে। সিন্ধুর কোর্টে এসে পড়ে মারিনের রাকেট। যা তুলতে দুই খেলোয়াড়ই এগিয়ে গেলে তীব্র কথা কাটাকাটি শুরু হয়ে যায়। চেয়ার আম্পায়ার (Chair Umpire) মারিনকে সিন্ধুর কোর্টে ঢুকতে বারণ করেন। সিন্ধুকেও চেঁচাতে শোনা যায়, তুমি আমার কোর্টের দিকে কেন আসছ ? যারপর দুই খেলোয়াড়কেই হলুদ কার্ড দেখান চেয়ার আম্পায়ার। যে ঘটনা ব্যাডমিন্টন ম্যাচে কার্যত দেখাই যায় না, তেমনই এক দৃশ্যের সাক্ষী হন সকলে।
২০১৬-র রিও অলিম্পিক্স (Olympics), ২০১৮-র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের ফাইনালে সিন্ধুকে হারিয়েছিলেন মারিন। দু'জনের ব্যাডমিন্টন ডুয়েল বরাবরই আলোচনার কেন্দ্রে থাকে। কিন্তু এবার তাতে জুড়ে গেল ব্যক্তিগত দ্বন্দ্বও। ডেনমার্ক ওপেনের সেমিফাইনালে প্রথম গেমে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরে ১৮-২১ পয়েন্টে সিন্ধুকে হারান মারিন। পরের গেমেই অবশ্য ২১-১৯ ব্যবধানে বিশ্বের বর্তমান ৬ নম্বর মারিনকে টেক্কা দেন বর্তমানে বিশ্বের ১২ নম্বরে থাকা সিন্ধু।
শেষ তথা নির্ণায়ক ম্যাচে অবশ্য খেলা নয়, ঘটনাক্রমের রেশ আলোচনার কেন্দ্রে উঠে আসে। আর যেখানে ৭-২১ পয়েন্টের ব্যবধানে সিন্ধুকে উড়িয়ে দেন মারিন। এই নিয়ে একটানা পাঁচ ম্যাচে ক্যারোলিনা মারিনের কাছে হারতে হল পিভি সিন্ধুকে।
Yellow card for both Marin and Sindhu 🥶🥶 Dramatic scene#DenmarkOpen2023 pic.twitter.com/jMYuUYRqf4
— Twee Twee (@ThongWeeDaphne) October 21, 2023
আরও পড়ুন- আনফিট উইলিয়ামসন, তবে ভারতের বিরুদ্ধে ফিরছেন কিউয়ি তারকা বোলার টিম সাউদি