দ্বিতীয় টেস্টে বিশ্রাম ভূবনেশ্বর, ধবনকে, দলে ডাক পেলেন তামিলনাড়ুর অলরাউন্ডার শঙ্কর
নয়াদিল্লি: শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। ভূবনেশ্বর কুমার ও শিখর ধবনের সাময়িক বিশ্রাম দেওয়া হয়েছে। জাতীয় দলে প্রথমবার ডাক পেলেন তামিলনাড়ুর তরুণ অল-রাউন্ডার বিজয় শঙ্কর।
আগামী ২৪-২৮ নভেম্বর নাগপুরে অনুষ্ঠিত হতে চলেছে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে দ্বিতীয় টেস্ট। এদিনই ১৪-সদস্যের দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড।
বিসিসিআই-এর তরফে জানানো হয়েছে, ভূবনেশ্বর ও ধবনকে দলের দায়িত্ব থেকে বিশ্রাম দেওয়া হয়েছে। ছুটি চেয়ে টিম ম্যানেজমেন্টের কাছে আগেই আবেদন করেছিলেন এই দুই ক্রিকেটার। সেই আবেদন গ্রহণ করা হয়েছে।
সামনেই ভূবির বিয়ে। তাই আগামী দুটি টেস্টেই খেলবেন না দলের এই অন্যতম নির্ভরযোগ্য পেস বোলার। অন্যদিকে, ব্যক্তিগত কারণে দ্বিতীয় টেস্ট থেকে অব্যাহতি চেয়েছেন ধবন। তৃতীয় টেস্টে ফের তিনি যোগ দেবেন দলে।
পরিবর্ত হিসেবে প্রথমবার ভারতীয় দলে তামিলনাড়ুর অল-রাউন্ডার বিজয় শঙ্করকে অন্তর্ভুক্ত করেছে নির্বাচক কমিটি। যদিও, প্রথম এগারোয় তাঁর জায়গা পাওয়ার সম্ভাবনা ক্ষীণ। কারণ, দলে ইতিমধ্যেই রিজার্ভ ওপেনার হিসেবে রয়েছেন মুরলি বিজয়। অন্যদিকে, ভূবির পরিবর্ত হিসেবে রয়েছেন ইশান্ত শর্মা।
যদিও, খেলা নিয়ে এই মুহূর্তে ভাবতে নারাজ তিনি। বলেন, ডাক পেয়ে ভীষণই উত্তেজিত। দীর্ঘদিন ধরে এই দিনের স্বপ্ন দেখছি। এখন তা বাস্তব হল। আমার কঠোর পরিশ্রম অবশেষে ফল দিয়েছে। আমি কখনই ভাবিনি যে ডাক পাব। তবে ভাল লাগছে।
রাজ্যস্তরে তামিলনাড়ুর একদিনের ম্যাচে দলের অধিনায়কত্ব করেন শঙ্কর। ৩২টি প্রথম শ্রেণির ম্যাচে ১৬৭১ রান করেছেন, নিয়েছেন ২৭টি উইকেটও। বেশ কিছু সময় ধরে ভারতীয় এ দলের প্রতিনিধিত্বও করছেন। মূলত, ভারতীয় সিনিয়র দলে অল-রাউন্ডার স্লটে হার্দিক পাণ্ড্যর পরেই রয়েছেন শঙ্কর।