মন্থর ব্যাটিং! সময় নিয়ে অত্যন্ত দামী ইনিংস খেলেছেন ধোনি, বলছেন বুমরাহ
আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচে মন্থর ব্যাটিংয়ের জন্য প্রাক্তন ক্রিকেটারদের সমালোচনার মুখে পড়েন মাহি। এমনকী, এমনিতে কারও সমালোচনা করেন না যিনি, সেই ক্রিকেট কিংবদন্তি সচিনও তীব্র প্রতিক্রিয়া দেন।
ম্যাঞ্চেস্টার: ভারতীয় পেস আক্রমণের মূল স্তম্ভ জসপ্রীত বুমরাহ মনে করেন, বৃহস্পতিবার ওল্ড ট্র্যাফোর্ডে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মহেন্দ্র সিংহ ধোনির ওই ইনিংস অত্যন্ত ‘দামি’ ছিল। উইকেটে থেকে সময় নিয়ে খেলে তিনি সঠিক কাজটাই করেছেন। চলতি বিশ্বকাপে ক্রিকেট বিশেষজ্ঞদের আলোচনার বিষয় হয়ে উঠেছে ধোনির মন্থর ব্যাটিং। গত ২ ম্যাচে ধোনিকে তাঁর স্বভাবোচিত ভঙ্গিমার ধারেকাছেও দেখা যায়নি। বিশেষ করে, আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচে মন্থর ব্যাটিংয়ের জন্য প্রাক্তন ক্রিকেটারদের সমালোচনার মুখে পড়েন মাহি। এমনকী, এমনিতে কারও সমালোচনা করেন না যিনি, সেই ক্রিকেট কিংবদন্তি সচিনও তীব্র প্রতিক্রিয়া দেন। চারদিক থেকে যখন ধোনির দিকে সমালোচনার ঝড় ধেয়ে আসছে, তখন গতকাল ম্যাচ শেষে প্রাক্তন অধিনায়কের ব্যাটিংয়ের ভূয়সী প্রশংসা করে তাঁকে ‘লেজেন্ড’ আখ্যা দেন অধিনায়ক বিরাট কোহলি। আর এদিন দলের তরুণ বোলারের সমর্থনও পেলেন প্রাক্তন অধিনায়ক। এদিন বুমরাহ বলেন, এধরনের ইনিংস নিয়ে কেউ কথা বলে না। অনেকে মনে করতেই পারেন যে, ধোনি মন্থর ব্যাটিং করেছেন। কিন্তু, ওই পরিস্থিতিতে সেটাই প্রয়োজন ছিল। ক্রিজ কামড়ে পড়ে থেকে নিজের সময় নিয়ে ব্যাটিং করে সঠিক কাজটাই করেছেন ধোনি। গতকালের ম্যাচে ৬১ বলে ৫৬ রান করেন ধোনি। শেষ ওভারে কিছুটা চালিয়ে খেলার ফলে স্ট্রাইক রেটে কিছুটা উন্নত হয় ধোনির। বুমরাহ বলেন, ধোনি চাপ নিতে পারেন। চাপটা নিজের কাঁধে তুলে নেন। ধোনির জন্যই দল ২৬৮ রান তুলতে পেরেছে। ওই পিচে এই রান যথেষ্ট ভাল। নবাগতরা এই ইনিংস থেকে অনেক কিছু শিখতেই পারে।