আসন্ন বিশ্বকাপে অতি-গুরুত্ব ভূমিকা নেবে ধোনি, মত গাওস্করের
চলতি আইপিএলে দুরন্ত ফর্মে রয়েছেন ধোনি। চেন্নাই সুপার কিংসের হয়ে ১১টি ম্যাচে ৩৫৮ রান করে ফেলেছেন। গাওস্করের মতে, আগামী ৩০ ইংল্যান্ডে শুরু হওয়া ক্রিকেট বিশ্বকাপে সেই ধারা অব্যাহত রাখবেন মাহি।

নয়া মুম্বই: আসন্ন ক্রিকেট বিশ্বকাপে অতি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছেন মহেন্দ্র সিংহ ধোনি। এমনটাই মনে করেন কিংবদন্তি সুনীল গাওস্কর। তাঁর দাবি, শুধুমাত্র চিরপরিচিত তুখোড় গেম-রিডিং নয়, ইংল্যান্ডের পরিবেশে ব্যাটে দারুন সফল হবেন এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান। চলতি আইপিএলে দুরন্ত ফর্মে রয়েছেন ধোনি। চেন্নাই সুপার কিংসের হয়ে ১১টি ম্যাচে ৩৫৮ রান করে ফেলেছেন। গাওস্করের মতে, আগামী ৩০ ইংল্যান্ডে শুরু হওয়া ক্রিকেট বিশ্বকাপে সেই ধারা অব্যাহত রাখবেন মাহি। ভারতের দ্বিতীয় বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক সম্পর্কে প্রথম বিশ্বজয়ী দলের সদস্য বলেন, ধোনির অন্তর্ভুক্তি ভীষণই গুরুত্বপূর্ণ। কারণ, দলের প্রথম তিন ব্যাটসম্যান তুখোড়। কিন্তু, কোনও কারণে এই তিনজন ব্যর্থ হলে, ধোনি চার কিংবা পাঁচ নম্বরে নেমে নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দলকে মজবুত জায়গায় পৌঁছে দিতে সক্ষম হবেন। উইকেটরক্ষক ধোনির ভূয়সী প্রশংসা করেন গাওস্কর। জানান, উইকেটের পিছনে দাঁড়িয়ে অধিনায়ক কোহলিকে ফিল্ডিং প্লেসমেন্ট নিয়ে ভীষণই সাহায্য করেন তিনি। বলেন, কোহলি দুরন্ত ফিল্ডার। ফলত, তিনি অনেক সময়ে বাউন্ডারিতে দাঁড়িয়ে থাকেন। সেখান থেকে বোলারের লাইন ও পয়েন্ট বা স্কোয়ার ফিল্ডারের পজিশন দেখা হয় না। সেক্ষেত্রে, ধোনি তাঁকে সহায়তা করে থাকেন।






















