এক্সপ্লোর
কমনওয়েলথ গেমসে স্কোয়াশের মিক্সড ডাবলস ফাইনালে রেফারির ভুল সিদ্ধান্তের শিকার দীপিকা-সৌরভ: কার্তিক

কলকাতা: কমনওয়েলথ গেমসে মিক্সড ডাবলসের ফাইনালে দীপিকা পাল্লিকল ও সৌরভ ঘোষালের হারের জন্য রেফারিকে কাঠগড়ায় তুললেন দীপিকার স্বামী দীনেশ কার্তিক। তিনি ট্যুইট করে বলেছেন, ‘গোল্ড কোস্টে স্কোয়াশ মিক্সড ডাবলস ফাইনালে এত খারাপ রেফারিং দেখে খুব হতাশ হলাম। স্বর্ণপদকের ম্যাচে ন্যায্য রেফারিং আশা করেছিলাম। সৌরভ ঘোষাল ও দীপিকা পাল্লিকলের খেলায় গর্বিত। তোমরাই আমার কাছে এবং সারা দেশের কাছে সত্যিকারের বিজয়ী।’
.@DipikaPallikal @SauravGhosal @CWGSquash @GC2018 @cwg pic.twitter.com/DvLrXvUSGI
— DK (@DineshKarthik) April 14, 2018
গতকাল অস্ট্রেলিয়ার আরকাহার্ট ডোনা পাইলি ক্যামেরনের কাছে হেরে রুপো পেয়েছেন সৌরভ-দীপিকা। প্রথম গেম ৯-১১ ফলে হারার পর দুরন্ত প্রত্যাবর্তন ঘটিয়ে দ্বিতীয় গেম ১১-৮ ফলে জিতে নেন তাঁরা। তৃতীয় গেমে হাড্ডাহাড্ডি লড়াই হয়। কিন্তু শেষপর্যন্ত ১০-১১ ফলে হেরে যায় ভারতীয় জুটি। এই ম্যাচেই রেফারিং নিয়ে সরব কার্তিক। খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের






















