এক্সপ্লোর
Advertisement
নভেম্বরে আইপিএল হলে শিশির মোকাবিলায় বল ভিজিয়ে প্র্যাক্টিসের দাওয়াই নাইট নেতা কার্তিকের
করোনা হানায় স্থগিত হয়ে যাওয়া আইপিএল শেষ পর্যন্ত অক্টোবর-নভেম্বর উইন্ডোতে দেশের মাটিতেই করা সম্ভব হলে জাতীয় দলের প্রস্তুতির সেই ধরন কি দেখা যেতে পারে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি শিবিরের অনুশীলনেও?
কলকাতা: বালতির জলে বল ভিজিয়ে বোলিং-ব্যাটিং| অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে কোনও ওয়ান ডে বা টি-টোয়েন্টি সিরিজ থাকলে, বিশেষত দিনরাতের ম্যাচের আগে এভাবেই প্রস্তুতি নিতে দেখা যায় বিরাট কোহলি-রোহিত শর্মা-মহম্মদ শামি-যশপ্রীত বুমরাহদের| কারণ, বছরের সেই সময়ে সূর্যাস্তের পর থেকে শিশির পড়তে শুরু করে| বল গ্রিপ করতে বেকায়দায় পড়েন বোলাররা| ভিজে বল ভারি হয়ে যায় বলে ব্যাটসম্যান কিংবা ফিল্ডার, প্রত্যেককেই মানিয়ে নিতে হয়| বল ভিজিয়ে প্রস্তুতিকে তাই শিশির সমস্যার অব্যর্থ দাওয়াই মনে করা হয়|
করোনা হানায় স্থগিত হয়ে যাওয়া আইপিএল শেষ পর্যন্ত অক্টোবর-নভেম্বর উইন্ডোতে দেশের মাটিতেই করা সম্ভব হলে জাতীয় দলের প্রস্তুতির সেই ধরন কি দেখা যেতে পারে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি শিবিরের অনুশীলনেও?
কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক দীনেশ কার্তিক সেরকমই মনে করেন| অক্টোবর-নভেম্বরে আইপিএল অনুষ্ঠিত হলে শিশির সমস্যার কথা ভেবে চিন্তিত ডিকে-ও| বৃহস্পতিবার উমপুন বিধ্বস্ত পশ্চিমবঙ্গের পাশে দাঁড়াতে "সহায়তা বাহন" নামের এক গাড়ির যাত্রা শুরুর কথা ঘোষণা করল কেকেআর কর্তৃপক্ষ| ঘূর্ণিঝড় বিপর্যস্ত রাজ্যের বিভিন্ন প্রান্তে অসহায় মানুষদের কাছে খাদ্যসামগ্রী-সহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় দ্রব্য পৌঁছে দেবে এই সহায়তা বাহন| সেটির সূচনা উপলক্ষ্যে আয়োজিত এক ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে এবিপি আনন্দর প্রশ্নের উত্তরে কার্তিক বললেন, 'আমরা এখনও নিশ্চিত নই আইপিএল কোথায়, কখন হতে পারে| আগের মতো হোম আর অ্যাওয়ে ফর্ম্যাটে খেলা হবে নাকি এক মাঠেই সব ম্যাচ হবে তাও জানি না|'
অক্টোবর-নভেম্বরে খেলা হলে দেশে, বিশেষ করে কলকাতায় শিশির তো বড় অন্তরায় হয়ে দাঁড়াবে| কীভাবে পরিস্থিতি মোকাবিলা করবেন? এবিপি আনন্দকে কার্তিক বললেন, 'পূর্ব ভারতে সারা বছরই সন্ধের পর কম বেশি শিশির পড়ে| এপ্রিল-মে মাসে আইপিএল খেললেও সমস্যা হয়| নভেম্বরে সেটা বাড়বে| সেক্ষেত্রে আমাদের বল জলে ভিজিয়ে অনুশীলন করতে হবে| তাতে ভিজে বল নিয়ে সকলে আরও সড়গড় হয়ে ওঠার সুযোগ পাবে|'
করোনা পরিস্থিতিতে বল পালিশ করতে লালার ব্যবহার নিষিদ্ধ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি| কার্তিক বলছেন, 'বোলারদের জন্য কাজটা কঠিন হয়ে যাবে| কারণ লালা ব্যবহার না করলে প্রথাগত সুইং পাওয়া যাবে না|'
শাহরুখ খান-জুহি চাওলার উদ্যোগে বাংলার করোনা যোদ্ধাদের পিপিই কিট দেওয়া হবে| পাশাপাশি কেকেআর-এর সিইও বেঙ্কি মাইসোর জানান, উমপুনে কলকাতার প্রচুর গাছ উপড়ে পড়ার ক্ষতিপূরণ করতে ৫ হাজার বৃক্ষরোপণ করা হবে| কার্তিক ছাড়াও করোনা ও উমপুন পরিস্থিতি মোকাবিলার বার্তা দেন প্যাট কামিন্স, অইন মর্গ্যান, কুলদীপ যাদব, শুবমান গিলের মতো কেকেআর তারকারা|
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
কলকাতা
খবর
খবর
জেলার
Advertisement