যুবরাজের ঝোড়ো ইনিংস, প্রথমে ম্যাচে ব্যাঙ্গালোরকে ৩৫ রানে হারাল হায়দরাবাদ

হায়দরাবাদ: ঘরের মাঠে চ্যাম্পিয়নের মতোই দশম আইপিএল-এর উদ্বোধনী ম্যাচ শুরু করল সানরাইজার্স হায়দরাবাদ। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ৩৫ রানে হারিয়ে জয় দিয়েই শুরু করল গতবারের চ্যাম্পিয়নরা।
প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২০৭ রান করার পর বিপক্ষকে ১৭২ রানেই রুখে দেয় হায়দরাবাদ। এদিন টসে জিতে এদিন প্রথমে নিজেদের শক্তিকে মাথায় রেখে হায়দরাবাদকে ব্যাট করতে পাঠায় আরসিবি অধিনায়ক শেন ওয়াটসন। ব্যক্তিগত ১৪ রান করেই আউট হন ওপেনার ডেভিড ওয়ার্নার।
কিন্তু মোজেস হেনরিক্সকে নিয়ে দলকে টানতে থাকেন শিখর ধবন। ধবন (৩১ বলে ৪০, ৫x৪) অর্ধশতরান না করতে পারলেও তা সম্পূর্ণ করেন হেনরিক্স (৩৭ বলে ৫২, ৩x৪, ২x৬)।
ধবন আউট হতেই মাঠে নামেন যুবরাজ সিংহ। এদিন বিধ্বংসী মেজাজে ছিলেন এই বাঁ-হাতি ব্যাটসম্যান। মাত্র ২৭ বলে ৬২ রান বলেন যুবি। তাঁর ইনিংস সাজানো ছিল ৭টি চার ও ৩টি বিশাল ছক্কায়।
যুবি-হেনরিক্সের যুগলবন্দিতে ৫৮ রান ওঠে। হেনরিক্স আউট হওয়ার পরও যুবির খেলার ধরনে কোনও বদল আসেনি। তিন ব্যাটসম্যানের ওপর ভর করেই ২০০ রানের গণ্ডি পার করে দেয় বিগত চ্যাম্পিয়ন দল।
নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট খুইয়ে ২০৭ রান তোলে ডেভিড ওয়ার্নারের দল। ব্যাঙ্গালোর বোলারদের মধ্যে একটি করে উইকেট দখল করেন টাইমাল মিলস, অনিকেত চৌধুরি, যুযবেন্দ্র চাহল, স্টুয়ার্ট বিনি।
জবাবে ব্যাট করতে নেমে ১৯.৪ ওভারে ১৭২ রানেই অল আউট হয়ে যায় ব্যাঙ্গালোর। দরকার ছিল কোনও একজনের বড় রান করার। এদিন সেটাই হয়নি। পাঁচ ব্যাটসম্যান সেট হয়েও আউট হয়ে যান।
এদিন ক্যারিবিয়ান তারকা ক্রিস গেইলের ওপর ভরসা করেছিল আরসিবি। কিন্তু, ২১ বলে ৩২ রান করেই প্যাভিলিয়নে ফিরে যান তিনি। কেদার যাদব (১৬ বলে ৩১) কিছুটা চালিয়ে খেলার চেষ্টা করেন। কিন্তু, তিনি রান আউট হতেই ব্যাঙ্গালোরের আশাও কার্যত শেষ হয়ে যায়।
হায়দরাবাদের হয়ে ২টি করে উইকেট নেন আশিস নেহরা, ভূবনেশ্বর কুমার ও নবাগত রাশিদ খান। একটি করে উইকেট পান দীপক হুডা ও বিপুল শর্মা।
চোটের এই ম্যাচে খেলছেন না আরসিবি অধিনায়ক বিরাট কোহলি ও দক্ষিণ আফ্রিকার তারকা এবি ডিভিলিয়ার্স। ফলে অধিনায়কত্ব করেন শেন ওয়াটসন।






















