এক্সপ্লোর
Advertisement
পাণ্ড্যর সঙ্গে তুলনা করে নিজের উপর চাপ বাড়াতে চাই না, বললেন বিজয় শঙ্কর
কলম্বো: হার্দিক পাণ্ড্যর সঙ্গে নিজের তুলনা করতে নারাজ শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে সুযোগ পাওয়া অলরাউন্ডার বিজয় শঙ্কর। তিনি বলেছেন, ‘আমার কাছে প্রতিদিন উন্নতি করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ, হার্দিক পাণ্ড্যর সঙ্গে তুলনা হলে আমার উপরেই চাপ বাড়বে। তিনিও একজন অল-রাউন্ডার। অধিকাংশ ক্রিকেটারই তুলনা পছন্দ করেন না। নিজেদের চাপে ফেলে দেওয়ার বদলে আমরা কী করতে পারি সেটা দেখানো এবং নিজেদের সেরাটা দেওয়াই ভাল।’
চলতি শ্রীলঙ্কা সফরে ত্রিদেশীয় টি-২০ সিরিজে অভিষেক হলেও, প্রথম ম্যাচে সুরেশ রায়না ও ওয়াশিংটন সুন্দর ক্যাচ মিস করায় আন্তর্জাতিক ক্রিকেটে শঙ্করের প্রথম উইকেট পাওয়া বিলম্বিত হয়। এ বিষয়ে তিনি বলেছেন, ‘ক্যাচ মিস খেলার অঙ্গ। কৃত্রিম আলোয় সাদা বলে বোলিং করা সহজ নয়। তাই আমি উইকেট পেতে চাইছিলাম। তবে ক্যাচ মিসকে আমি গুরুত্ব দিচ্ছি না। আমি শুধু পরের বলটি ভাল করার চেষ্টা করি।’
যে ৬ জন ক্রিকেটার ঘরোয়া ম্যাচে ২৫ উইকেট নিয়েছেন এবং ১,৫০০ রান করেছেন, তাঁদের মধ্যে অন্যতম শঙ্কর। জাতীয় দলে সুযোগ পাওয়া প্রসঙ্গে তিনি বলেছেন, ‘জাতীয় দলে সুযোগ পেয়ে দারুণ লাগছে। আমি কঠোর পরিশ্রম করছি। আমি পরিশ্রমের সুফল পেয়েছি। আমাকে পরিশ্রম করে যেতে হবে।’
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খুঁটিনাটি
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement