এক্সপ্লোর
Advertisement
দ্রাবিড়কে ২.৪৩ কোটি টাকা দিয়েছে বিসিসিআই
মুম্বই: পেশাদারী ফি হিসেবে ভারতের অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড়কে ২.৪৩ কোটি টাকা দিয়েছে বিসিসিআই। ২০১৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ৬ মাসে এই অর্থ পেয়েছেন তিনি। বিসিসিআই-এর ওয়েবসাইটে এই তথ্য দেওয়া হয়েছে।
অনূর্ধ্ব-১৯ দলের বোলিং কোচ পরশ মামরেকে গত বছরের অগাস্ট থেকে নভেম্বর পর্যন্ত চার মাসে পেশাদারী ফি হিসেবে ২৭ লক্ষ টাকা দিয়েছে বিসিসিআই। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে আশিস নেহরাকে এককালীন ৬০ লক্ষ টাকা, অজিঙ্ক রাহানেকে ম্যাচ ফি ও রিটেনারশিপ ফি হিসেবে ১.৪৭ কোটি টাকা, হার্দিক পাণ্ড্যকে ১.২৭ কোটি টাকা, কুলদীপ যাদবকে ১.০৮ কোটি টাকা, ঋদ্ধিমান সাহাকে ৫৭.৮১ লক্ষ টাকা এবং অভিনব মুকুন্দকে ৩৩.৬৯ লক্ষ টাকা দেওয়া হয়েছে।
গত দুই মরসুম ধরে জম্মু ও কাশ্মীরের কোচ হিসেবে কাজ করা দিল্লির প্রাক্তন ক্রিকেটার মিঠুন মিনহাসকে দেওয়া হয়েছে ৭৫.৬০ লক্ষ টাকা। প্রাক্তন ক্রিকেটার গগন খোডা এখন আর জাতীয় দলের নির্বাচকের পদে না থাকলেও, গত বছরের ফেব্রুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত এই পদে থাকার সুবাদে ৫৪ লক্ষ টাকা পেয়েছেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজে ধারাভাষ্যকার হিসেবে কাজ করে সঞ্জয় মঞ্জরেকর ও মুরলী কার্তিক যথাক্রমে ৩৬.২৮ লক্ষ টাকা এবং ৩০.৬১ লক্ষ টাকা পেয়েছেন।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement