এক্সপ্লোর
Advertisement
হন্ডুরাসকে ৩-০ উড়িয়ে কলকাতায় কোয়ার্টার ফাইনালে জার্মানির সামনে ব্রাজিল
মুম্বই ও কোচি: রবিবার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে স্বপ্নের ম্যাচ। অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি ব্রাজিল-জার্মানি। বাংলার ফুটবলপ্রেমীরা এখন থেকেই বিশ্ব ফুটবলের দুই সেরা দেশের তরুণ ফুটবলারদের লড়াই প্রত্যক্ষ করার জন্য তৈরি হচ্ছেন।
আজ কোচিতে প্রি-কোয়ার্টার ফাইনালে হন্ডুরাসকে ৩-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল। জোড়া গোল করলেন ব্রেনার। একটি গোল মার্কোস অ্যান্টনিওর। ১১ মিনিটেই অ্যালান সুজার মাইনাস থেকে প্রথম গোল করেন ব্রেনার। ৪৪ মিনিটে অসাধারণ পাসিং ফুটবলের পরিচয় দিয়ে দলের দ্বিতীয় গোল করেন মার্কোস। ৫৬ মিনিটে ফের ঝলসে ওঠেন ব্রেনার। এরপরেও একাধিক গোলের সুযোগ পেয়েছিল ব্রাজিল, কিন্তু গোলসংখ্যা বাড়েনি।
জার্মানি আগেই কোয়ার্টার-ফাইনালে পৌঁছে গিয়েছে। তারা আজই কলকাতায় পৌঁছে শেষ আটের লড়াইয়ের প্রস্তুতিও শুরু করে দিয়েছে। এবার ব্রাজিলও কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল। ফলে দীপাবলির কলকাতায় ফুটবল উৎসব ঘিরে উন্মাদনা বাড়ছে।
আজ নবি মুম্বইয়ে যুব বিশ্বকাপের অন্য প্রি-কোয়ার্টার ফাইনালে নাইজারকে ২-০ গোলে হারিয়ে দিয়েছে ঘানা। প্রথমার্ধের সংযোজিত সময়ে পেনাল্টি থেকে প্রথম গোল করেন আইয়া। ৯০ মিনিটে দ্বিতীয় গোল করেন ড্যানসো। কোয়ার্টার ফাইনালে আফ্রিকার অপর দল মালির বিরুদ্ধে খেলবে ঘানা।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
ক্রিকেট
Advertisement